করুণাময় সিংহ, মালদা: ফের ডেঙ্গির (Malda Dengue Update) বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। পিছিয়ে নেই মালদাও। ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।


মালদায় ডেঙ্গির বাড়বাড়ন্ত: জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক সপ্তাহে মালদা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ জনেরও বেশি। চলতি বছরে জেলায় আক্রান্ত হয়েছে ১৭১ জন। ইংরেজ বাজার ব্লকের গ্রামীণ এলাকা, কালিয়াচকের এক,দুই ও তিন নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ডেঙ্গি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন বলে দাবি মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ির। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে তিনি জানান। তবে এখনও উদ্বেগের কিছু নয় বলে তিনি মন্তব্য করেছেন।


স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭৬। দু’নম্বরে রয়েছে মালদা জেলা। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন।  হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে। কলকাতায় গত ৬ মাসে ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গতবছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতবছরের অভিজ্ঞতার কথা মাথায় রেখে চলতি বছরে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে লার্ভিসাইড কিনতে ২০ কোটি ৯০ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। লার্ভিসাইড হল এক ধরনের কীটনাশক, যা দিয়ে পোকার লার্ভা মেরে ফেলা যায়। মশার ক্ষেত্রেই এই কীটনাশক সবথেকে বেশি ব্যবহার হয়। 


কলেরা আতঙ্ক: বাগুইআটির জ্যাংড়ায় কলেরায় আক্রান্ত ৩৫ বছরের যুবক। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বমি ও পেটের সমস্যা নিয়ে রবিবার বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত নিয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। পানীয় জল ও স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কি না জানতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। 
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata News: অস্ত্রোপচারে ব্যবহার করা ফ্লুইড থেকেই সংক্রমণ! রিপোর্ট পেশ স্বাস্থ্য ভবনে