Bank Of Baroda Recruitment 2024: ব্যাঙ্ক অব বরোদায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। মোট ৪৫৯ বিভিন্ন পদে এই নিয়োগ প্রক্রিয়া হবে। মানবসম্পদ আধিকারিক পদে এই নিয়োগ হচ্ছে। ২জুলাই এই নিয়োগের শেষ দিন ছিল। তবে বর্তমানে সেই নিয়োগের সময়সীমা ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন, কতগুলি শূন্যপদ, কারা যোগ্য জেনে নিন বিশদে।


আবেদনের যোগ্যতা


বয়স -  ২২ বছর ন্যুনতম বয়স। অন্যদিকে সর্বোচ্চ বয়স ৪৮ বছর। এর মধ্যে বিভিন্ন পদের বিভিন্নরকম বয়সের প্রার্থীকে নিয়োগ করা হবে। এর জন্য় বিশদ নোটিস দেখতে হবে।


শিক্ষাগত যোগ্যতা -  বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েট প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন ব্যাঙ্ক অব বরোদার অফিসিয়াল সাইটে গিয়ে। বিষয়ভিত্তিক আবেদনের জন্য নোটিস দেখে নিতে হবে।


বেতন - বিভিন্ন সংবাদসূত্রের দাবি অনুযায়ী, বেতন বছরে ১২ লাখ পর্যন্ত হয়। পদ ও যোগ্যতা অনুসারে একেকরকম বেতন।


আবেদনের শেষ তারিখ - ১২ জুলাই


কোন পদে কতগুলি শূন্যপদ ?



  • ডেপুটি ভাইস প্রেসিডেন্ট- ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার- ৪

  • অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট- ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার- ৯ 

  • আর্কিটেক্ট- ৮ 

  • জোনাল সেলস ম্যানেজার- ৩ 

  • অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট- ২০ 

  • সিনিয়র ম্যানেজার- ২২ 

  • ম্যানেজার- ১১ 

  • র‍্যাডিয়েন্স প্রাইভেট সেলস হেড- ১ 

  • গ্রুপ হেড- ৪ 

  • টেরিটোরি হেড- ৮ 

  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- ২৩৪ 

  • ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার- ২৬ 

  • প্রাইভেট ব্যাঙ্কার- র‍্যাডিয়েন্স প্রাইভেট- ১২ 

  • গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেলস হেড)- ১ 

  • ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট (ইনভেস্টমেন্ট এবং ইনস্যুরেন্স)/প্রোডাক্ট হেড- ১০ 

  • পোর্টফোলিও রিসার্চ অ্যানালিস্ট- ১ 

  • এভিপি- অ্যাকুইজিশন এবং রিলেশনশিপ ম্যানেজার- ১৯ 

  • ফোরেক্স অ্যাকুইজিশিন এবং রিলেশনশিপ ম্যানেজার- ১৫ 

  • ক্রেডিট অ্যানালিস্ট- ৮০ 

  • রিলেশনশিপ ম্যানেজার- ৬৬ 

  • সিনিয়র ম্যানেজার- বিজনেস ফিন্যান্স- ৪ 

  • চিফ ম্যানেজার- ইন্টারনাল কন্ট্রোলস- ৩ 


কীভাবে আবদন করবেন ?



  • প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল সাইট bankofbaroda.in-এ যান।

  • সেখানে কেরিয়ার সেকশনে যেতে হবে।

  • এর পর রিক্রুটমেন্ট বিকল্পে ট্যাপ করে রেজিস্ট্রেশন করতে হবে।

  • রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই তথ্য দিয়ে লগইন করতে হবে।

  • প্রথম সব তথ্য বিশদে পড়ে নিন। তার পর আবেদন জমা দিন। 

  • এর পর একটা ইউনিক নম্বর আসবে।

  • পরের ধাপে পেমেন্ট করে ফর্মের প্রিন্ট নিয়ে নিন।


ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন - India Post GDS Recruitment 2024: ভারতীয় ডাকবিভাগে ৩০০০০ পদে শুরু হবে নিয়োগ, কোন কোন পদে কারা যোগ্য ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI