কলকাতা: আজ, ২৯ জুন একাধিক নির্বাচনের ফল বেরবে। গত ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ-র নির্বাচন হয়েছিল। আজ, ২৯ জুন তার ফল ঘোষণা হবে। একই দিনে ভোট হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫টি পুরসভার ৫টি ওয়ার্ডে। সেগুলিরও ফল প্রকাশিত হবে। তার আগে তুঙ্গে রয়েছে গণনা পর্বের প্রস্তুতি। তার সঙ্গেই নিরাপত্তা ব্যবস্থাও তুঙ্গে রয়েছে।  


পাহাড়ে ভোট:
এক দশক পর গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA-র ভোট হয়েছে পাহাড়ে। ২৬ জুনের ভোটের পরে, আজ ২৯ জুন ফলপ্রকাশ। একই সঙ্গে ফলঘোষণার উত্তেজনা সমতলেও। কারণ একই দিনে প্রকাশিত হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের ফল। পাহাড় থেকে উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়ি, গণনাপর্ব ঘিরে সর্বত্র সেরে ফেলা হয়েছে প্রস্তুতি। 


কোথায় কোন ভোটগণনা:
GTA-র ৪৫টি আসনের ভোটগণনা দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে। ১ নম্বর থেকে ১৭ নম্বর আসনের ভোট গণনা কেন্দ্র দার্জিলিং। ১৮ নম্বর থেকে থেকে ৩২ নম্বর আসনের ভোট গণনা কার্শিয়ংয়ে।  ৩৩ নম্বর থেকে ৪৫ নম্বর আসনের ভোটগণনা কালিম্পং জেলায়। ৩ টি কেন্দ্রে ৪৫টি আসনের ভোট গণনা ঘিরে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা রয়েছে স্ট্রংরুম। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন। ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন। তার সঙ্গে মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ ভাগ্যনির্ধারণ হতে চলেছে বিভিন্ন দলের প্রার্থীদের। মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও  ফাঁসিদেওয়া --- ৪টি ব্লকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ভোট গণনা। স্ট্রংরুম ও গণনাকেন্দ্র জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। 


পুরভোটেরও ফল:
রাজ্যের ৫ পুরসভার ৫টি ওয়ার্ডে উপনির্বাচনেরও আজ ফল প্রকাশ। এর মধ্যে ঝালদা পুরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নম্বর ওয়ার্ড রয়েছে। পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নম্বর ওয়ার্ডও রয়েছে। 


প্রশাসন সূত্রে খবর, ঝালদার গণনাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ৪ জন ডিএসপি, একজন এসপিডিও এবং ৪ জন ইন্সপেক্টর।


আরও পড়ুন: শৌচাগারে টাকা উদ্ধারের চেষ্টায় ভিন রাজ্যে মৃত্যু ২ পরিযায়ী শ্রমিকের