কলকাতা: শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এভাবে চললে অর্থনৈতিক অবরোধ তৈরি করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার পর একদিনও কাটল না, মধ্য়রাতেই ফের সক্রিয় হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এবার কৃষ্ণনগরের কন্য়াশ্রী বিশ্ববিদ্য়ালয়ে (Kanyashree University) উপাচার্য নিয়োগ করলেন তিনি।


রাজ্য সরকারের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে, মধ্যরাতে আরও এক বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্য়পাল বোস। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য কাজল দে-কে কৃষ্ণনগরের কন্য়াশ্রী বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন তিনি। রাজভবনের তরফে উপাচার্যের নিয়োগপত্রে রাজ্য়পালের সই করার ভি়ডিও প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। lতাতে ফের সংঘাতের পারদ চড়ছে।


রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে চরমে উঠেছে রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। মঙ্গলবারই রাজ্য়পালের বিরুদ্ধে বিশ্ববিদ্য়ালয়গুলিতে অচলাবস্থা সৃষ্টির অভিযোগ করে অর্থনৈতিক অবরোধ তৈরি ও রাজভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা। তার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্য়রাতে ফের কন্য়াশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে চলতি সংঘাত আরও বাড়ালেন রাজ্য়পাল।


আরও পড়ুন: Moloy Ghatak: কয়লাকাণ্ডে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ মলয়কে, ED-কে অনুমতি দিল আদালত, নিরাপত্তার আবেদন তদন্তকারীদের


নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজকর্মে অযাচিত হস্তক্ষেপ করে চলেছেন বলে অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই। সেই আবহেই সম্প্রতি রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এগজিকিউটিভ অফিসার। তাঁর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালিত হবে। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন বলেও জানানো হয়। 


এর পরই মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা। রাজ্যপালকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "টাকা দেব আমরা। পলিসি করব আমরা। আর আপনি খবরদারি করবেন! সব পলিসি ঠিক করে রাজ্য সরকার, আপনি নন। আপনি যদি কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে খবরদারি করেন, আর কোনও বিশ্ববিদ্যালয় আর কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্য়াট। কোনও কমপ্রোমাইজ নয়। আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন? কোন বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষকদের মাইনে দেন?" তার কয়েক ঘণ্টা পরই মধ্যরাতে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বোস।