কলকাতা: কাল বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল (WB Governor)। কাল বিকেল চারটেয় রাজ্যপাল ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাক্ষাত, রাজভবন সূত্রে খবর। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস।


কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। তারপরেই এই সাক্ষাতের সময় দিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল। রবিবার ধর্নার চতুর্থ দিন ছিল। সেই দিনই রাতে এই খবর পাওয়া যায়। এর আগে  দার্জিলিঙে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।


একদিকে যখন সাক্ষাতের সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখনই রাজভবনের সামনে তৃণমূলের ধর্না নিয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে রাজভবন। রাজভবনের সামনে ১৪৪ ধারা রয়েছে, সেখানে মঞ্চ বেঁধে ধর্না চলছে। সেই মঞ্চ সরাতে প্রশাসন কোনও পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে রাজভবনের তরফে। 


শনিবার দার্জিলিংয়ে রাজ্য়পালের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল দাবি করে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ভূয়সী প্রশংসা করেছেন সি ভি আনন্দ বোস। তারপরেই সামনে আসে ধর্না নিয়ে এমন সংঘাতের কথা। রাজ্যপাল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে ছিলেন। কলকাতায় রাজভবনের সামনে ধর্না চালাচ্ছে তৃণমূল। রাজ্যপাল কলকাতায় ফেরার আগেই নবান্নে রাজভবনের তরফে চিঠি পাঠানো হয়েছে।  


রাজভবনের (Raj Bhaban) তরফে আইনের ধারা উল্লেখ করে জানতে চাওয়া হয়েছে,  কীভাবে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থান চলছে? কে ধর্না চালানোর অনুমতি দিয়েছে। ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে প্রশাসন কীভাবে ধর্নার অনুমতি দেয়? এই প্রশ্নও করা হয়েছে। রবিবার রাতে কলকাতায় ফিরে, এই নিয়ে মন্তব্য করেছেন রাজ্যপাল নিজেও। 


বিষয়টি নিয়ে এদিন ধর্না মঞ্চ থেকে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তিনি বলেন, 'তিনি আজ রাজ্য সরকারকে চিঠি লিখে বলেছেন, ধর্নার অনুমতি কেন দেওয়া হয়েছে? আমার আরও দুটো প্রশ্ন আছে। প্রথমত, বিজেপির নেতারা এসে যখন রাজ্যপালের সঙ্গে বৈঠক করার নাম করে রাজভবনের লনে বৈঠক করেন, তখন তাঁর মনুষ্যত্ব, দায়িত্ব ও গণতন্ত্রের প্রতি আনুগত্য কোথায় থাকে? দ্বিতীয়ত, ২০২৩ পর্যন্ত ৬ বার মিছিল করে বিজেপির প্রতিনিধিরা, উনি বলছেন কীভাবে ধর্না?'


বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'বিজেপি কখনও রাজভবনের সামনে ১৪৪ ধারা ভেঙে কোনও জমায়েত করেনি। ৪ দিন পর চিঠি পাঠিয়ে কী হবে। রাজ্যপাল এলে দেখা করার পর এমনিই তো মঞ্চ খুলে নেবে।'


কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে, দিল্লিতে কৃষি ভবনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরেই রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু , রাজ্যপাল রাজভবনে না থাকায় বৃহস্পতিবার সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেনি তৃণমূলের প্রতিনিধিদল। এর বদলে উত্তরবঙ্গে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার প্রস্তাব দেন সিভি আনন্দ বোস।  এরপরই, রাজভবনের সামনের মঞ্চেই লাগাতার ধর্নায় বসে থাকার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  


আরও পড়ুন: শিব ভাবনায় সেজে উঠছে পুজোমন্ডপ! আহিরীটোলায় এবার সোমনাথ মন্দির