নয়াদিল্লি: জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুরুটা খুব একটা ভাল হয়নি ঋষভ পন্থের। প্রথমে ব্যাট করে বিশাল স্কোর বোর্ডে তোলার পরেও প্রথম টি-টোয়েন্টি (T20) ম্য়াচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় দলকে। এমনকী নিজেও ব্যাটে রান পাননি দিল্লির (Delhi) তরুণ এই ক্রিকেটার। কিন্তু ম্যাচের মাঝেই এমন একটি ঘটনা ঘল, যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। রান নিতে গিয়ে রীতিমত যেন নাকানিচোবানি খেলেন পন্থ। 


ঠিক কী হয়েছিল?


নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল ভারতীয় দল। ইনিংসের ১৪ তম ওভারের ঘটনা। ক্রিজে তখন ছিলেন শ্রেয়স আইয়ার ও পন্থ নিজে। বোলার ছিলেন রাবাডা। সেই ওভারের প্রথম বলেই স্ট্রাইকিং এন্ডে ছিলেন শ্রেয়স। তিনি রাবাডার বলটি হাল্কা করে ডিফেন্স করেছিলেন। সেই বল শর্ট মিড উইকেটের দিকে যেতেই হঠাৎ নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড় শুরু করেন পন্থ। শ্রেয়স তখন রান নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। অতঃপর পন্থকে প্রায় মাঝ ক্রিজ থেকেই আবার নন স্ট্রাইকার এন্ডের দিকে দৌড় দিতে হয়। কিন্তু ফিরে আসার সময়ই তাঁর সামনে পড়ে যান প্রোটিয়া ফিল্ডার স্টাবসের সঙ্গে তাঁর পাশ কাটিয়ে যদিও বার ফিরে আসছিলে, এবার আবার রাবাডার সঙ্গেও ধাক্কা খেয়ে যান পন্থ। ওইটুকু সময়ের মধ্য়ে যদিও কোনও অঘটন হয়নি। তারণ রান আউটের সহজ সুযোগ মিস করেন স্টাবস। তবে পন্থকে নিজের উইকেট বাঁচানোর তাগিতে রীতিমতো মাটিয়ে লুটোপুটি খেতে দেখা যায়। 


 






প্রথম টি-টোয়েন্টিতে জয় মিলারদের


দুশোর ওপর রান তাড়া করে জয় এর আগেও হয়েছে। তবে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে এত রান তাড়া করে জয়! ২১২ রান তাড়া করতে নেমে মাত্র ১০ রান করে প্যাভিলিয়ন ফিরে যান টেম্বা বাভুমা। এরপর কুইন্টন ডি কক ও ডোয়েন প্রিটোরিয়াস মিলে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রিটোরিয়াস নেমেই মারমুখি মেজাজে ব্যাটি শুরু করেছিলেন। চারটি ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৯ রান করে হর্ষল পটেলের বলে আউট হন। ডি কক ২২ রান করে ফেলেন অক্ষর পটেলের বলে। এরপরও মনে হচ্ছিল যে ভারত এই ম্যাচ হয়ত খুব সহজেই জিতে যাবে। কিন্তু খেলার গতি প্রকৃতি বদলে দেন ২ অভিজ্ঞ মিলার ও ডুসেন। আইপিএলে মিলার যেখানে শেষ করেছিলেন, এদিন যেন সেখান থেকেই শুরু করলেন। ৩১ বলে অপরাজিত ৬৪ রানের মারকাটারি ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। অন্যদিকে, ভ্যান ডার ডুসেন ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলেন ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ১৯. ১ ওভারে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা।


আরও পড়ুন: 'কিছু একটা গণ্ডগোল আছে এখানে', কীসের ইঙ্গিত দিচ্ছেন মাস্টার ব্লাস্টার?