West Bengal HS Results 2022: সামনের বছর পূর্ণাঙ্গ সিলেবাসে উচ্চ মাধ্যমিক, জানাল সংসদ

WB Higher Secondary 2023: সামনের বছর উচ্চ মাধ্য়মিক হতে চলেছে পুরো সিলেবাসের উপর।

Continues below advertisement

কলকাতা: সামনের বছর উচ্চ মাধ্য়মিক হতে চলেছে পুরো সিলেবাসের উপর। এ বছর কোভিডের (Covid) কারণে পরিমার্জিত সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে। কোভিডের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল। সেই কারণে পরে পড়ুয়াদের সুবিধার জন্য পরিমার্জিত সিলেবাসের (syllabus) উপর পরীক্ষা হয়। আজ, ১০ জুন প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এদিনই আগামী বছরের উচ্চ মাধ্যমিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

Continues below advertisement

উচ্চ মাধ্যমিক ২০২৩:

  • পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু শুরু হবে ১৪ মার্চ।
  • পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ।
  • ২০২৩-এ উচ্চ মাধ্যমিক হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।
  • ২০২৩-এ পরীক্ষা হোম ভেন্যুতে হবে না।

সামনে বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। এদিনই বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে এখন থেকেই সিলেবাস গুছিয়ে পড়াশোনা শুরু করতে পারবেন সামনের বছরের পরীক্ষার্থীরা। এখনই ঘোষণা করে দেওয়ায় প্রস্তুতির জন্য সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষক ও পড়ুয়ারা। আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন যে, চলতি বছর করোনা অতিমারির কথা মাথায় রেখে হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আগামী বছর এই নিয়মে পরীক্ষা হবে না। বরং আগের নিয়মেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে না। যেভাবে পরীক্ষার্থীদের সিট পড়ত, সেভাবেই হবে। 

এ বছর কেমন ফলাফল:
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭,২০, ৮৬২ জন। যত সংখ্যক ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজের নাম নথিভূক্ত করেছিল। তাদের মধ্যে ৯৬.৮ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এ বছর পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।

সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com

উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন https://wb12.abplive.com

আরও পড়ুন: ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন অষ্টম সৌভিকের

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola