Jobs In Kolkata: কলকাতা ইস্টার্ন কমান্ডের সদর দফতরে মেসেঞ্জার, ওয়াশারম্যান, কুক ছাড়াও মোট ২৫টি পদে নিয়োগ হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত আবেদনের ফরম্যাটে শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারেন। যোগ্যতা ও চাকরি সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ নীচে দেওয়া হল।
Eastern Command Kolkata: শিক্ষাগত যোগ্যতা
পদের নাম ও যোগ্যতা
মেসেঞ্জার, ওয়াশারম্যান, কুক পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাশ হতে হবে।
CSBO, গ্রেড – II এর জন্যও জন্যও ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে
Jobs In West Bengal: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় রয়েছে।
Eastern Command Kolkata: সদর দপ্তর ইস্টার্ন কমান্ড, কলকাতা নিয়োগ নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন কঠোরভাবে মেধার ভিত্তিতে করা হবে যা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদেরও একটি দক্ষতা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
Jobs In Kolkata: ইস্টার্ন কমান্ড, কলকাতা নিয়োগের আবেদন প্রক্রিয়া
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে এ-৪ সাইজের কাগজে হিন্দি অথবা ইংরেজিতে টাইপ করে আবেদনপত্র পাঠাতে হবে। এই আবেদনপত্র অফিসার ইনচার্জ, ইস্টার্ন কমান্ড সিগনাল রেজিমেন্ট ফোর্ট উইলিয়াম, কলকাতা-৭০০০২১-এ পাঠাতে হবে। এই ক্ষেত্রে বিজ্ঞাপন প্রকাশিত হওয়া ৩০ দিনের মধ্য়ে পাঠাতে হবে আবেদনপত্র। আবেদনপত্রে খামের ওপর যে “পোস্টের জন্য আবেদন” করা হয়েছে তা খামের শীর্ষে ও বিভাগের জন্য আবেদন করা হয়েছে তা লিখতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনপত্র পাওয়ার শেষ তারিখ – 19-06-2023। শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
Murshidabad Jobs: মুর্শিদাবাদে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকার সমর্থিত গ্রামীণ লাইব্রেরির জন্য লাইব্রেরিয়ান নিয়োগ করবে কর্তৃপক্ষ। উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা কেবল অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
Jobs In West Bengal: কোন কোন ওয়েবসাইটে যোগাযোগ করবেন ?
মুর্শিদাবাদের গ্রামীণ লাইব্রেরিতে এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে www.murshidabad.gov.in ছাড়াও http.//lib.recruitmentmurshidabad.in ওয়েবপোর্টাল দেখে নিন। এখানেই চাকরি সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন। এখানেই কীভাবে আবেদন করতে হবে সব দেওয়া থাকবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI