কলকাতা: উচ্চ মাধ্যমিকেও পাশের হারের নিরিখে জেলা পিছনে ফেলল কলকাতাকে। অন্য জেলাগুলোর তুলনায় উচ্চ মাধ্যমিকে পাশের হারে অনেকটাই পিছনে রয়েছে কলকাতা। শুধু পাশের হার নয়, মেধাতালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রেও জেলার ধারেকাছে নেই কলকাতা। 


উচ্চ মাধ্য়মিকে সারা রাজ্যে সার্বিক পাশের হারে সবার প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর।  আর কলকাতা রয়েছে দশম স্থানে। ২০১৯ সালে উচ্চ মাধ্য়মিকে পাশের হারে কলকাতা ২ নম্বরে ছিল। ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাশের হারে কলকাতা ছিল ১৩ নম্বরে। ২০২৩ সালে পাশের হারে কলকাতা রয়েছে ১০ নম্বরে। 


পাশের হার:
পূর্ব মেদিনীপুরে উচ্চ মাধ্যমিকের পাশের হার ৯৫.৭৫ শতাংশ। কলকাতায় যা অনেকটাই কম। পরিসংখ্যান যা দেখাচ্ছে তাতে কলকাতা থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণদের একটা বড় অংশ ৬০ শতাংশের নীচে নম্বর পেয়েছেন। পরিসংখ্যান দেখে অনেকেই বলছেন এখানে মধ্য মেধার দাপট দেখা গিয়েছে 


মেধাতালিকায় পিছিয়ে কলকাতা:
মেধাতালিকায় জায়গা পাওয়ার ক্ষেত্রেও কলকাতা অনেকটাই পিছিয়ে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, প্রথম দশে রয়েছেন ৮৭ জন পড়ুয়া। তাঁদের মধ্যে কলকাতা থেকে রয়েছেন ৩ জন। গতবার প্রথম দশের মেধাতালিকায় ছিলেন ২৭২ জন। সেখানে কলকাতার পড়ুয়া ছিলেন ১০ জন। 


যদিও বাকি জেলার পাশের হার যথেষ্ট চমকপ্রদ। ১১টি জেলায় উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ বা তারও বেশি। মেধাতালিকায় সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছেন হুগলি থেকে। এই জেলা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৮ জন। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে মেধাতালিকায় রয়েছেন ১২ জন। তালিকাজুড়ে দাপট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন এই আবাসিক স্কুলের ৯ জন পড়ুয়া। 

এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার  ৮৯.২৫ শতাংশ। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার। ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮। ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে পাশের হারে কলকাতা ছিল ২ নম্বরে। ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাসের হারে কলকাতা ১৩ নম্বরে। ২০২৩ সালে পাসের হারে কলকাতা ১০ নম্বরে। শুধু তাই নয়, ১১টি জেলায় পাসের হার ৯০ শতাংশ বা তার বেশি। 


আরও পড়ুন: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO