তুহিন অধিকারী ও কৃষ্ণেন্দু অধিকারী, বাঁকুড়া ও কলকাতা: মেধাতালিকায় চমক। মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে ব্রাত্য বসু। না না ইনি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নন। এই ব্রাত্য বসু বাঁকুড়া বিষ্ণুপুরের এক কিশোর। যে এবার মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেছে। এদিন মেধাতালিকা প্রকাশ করার সময় এই নাম বলতেই উপস্থিত সকলেরই যে একবার হোঁচট লাগেনি তা নয়। তবে মুহূর্তেই সকলেরই ঠোঁটের কোণে দেখা গিয়েছে হাসি।
কে এই ব্রাত্য:
বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র ব্রাত্য বসু। ছোট থেকেই মেধাবী এই পড়ুয়ার ইচ্ছে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে এই পড়ুয়ার। ব্রাত্যর কাকাও চিকিৎসক। তিনি নাট্যপ্রেমীও।
শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা:
মাধ্যমিকের মেধাতালিকায় নাম থাকা এক পড়ুয়ার নাম শিক্ষামন্ত্রীর নামেই। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল খোদ শিক্ষামন্ত্রীকেই। বিষয়টি শুনে তাঁর মুখেও হাসি। তিনি বলেন, 'আমি জানতাম রাজ্যে এই নাম একজনেরই আছে। এখন জানলাম এই নাম আরও রয়েছে। সে আমাদের থেকে আরও কৃতী।'
শিক্ষামন্ত্রী বলেন, 'যারা ভাল রেজাল্ট করেছে, বা যারা ততটা ভাল রেজাল্ট করেনি। সকলকেই অনেক শুভেচ্ছা। তারা সবাই যেন জীবনে সফল হয়, জয়ী হয়।' তিনি আরও বলেন, 'পড়ুয়ারা তাদের সাফল্য, দুর্দান্ত কেরিয়ারের পাশাপাশি যদি এটাও মনে রাখে তারা যে জামা পরে স্কুলে গিয়েছিল সেটা এক দর্জি বানিয়েছিলেন। তারা যে জুতো পরেছিল সেটা এক চর্মকার বানিয়েছিলেন। তারা যে ভাত খেয়ে স্কুলে গিয়েছিল সেটা এক কৃষক বানিয়েছিলেন। তাহলে তাদের জীবন সর্বাঙ্গসুন্দর হবে।'