WB Madhyamik Results 2022: এবারের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ হয়েছে চারজন। অভীক দাস আলিপুরদুয়ার ম্যাকুলিয়াম হাইস্কুলের ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। একই নম্বর পেয়ে চতুর্থ হয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। হুগলি কলেজিয়েট স্কুলের সাগ্নিক কুমার দে-ও একই নম্বর পেয়েছে। এ ছাড়াও চতুর্থ স্থানে রয়েছে, কলকাতার পাঠভবনের পরীক্ষার্থী শুতর্ষি ত্রিপাঠি।
 
WB Madhyamik Results 2022: ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি


এবার প্রথম পর্বের পরীক্ষা থেকে ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ হল। মোট পরীক্ষার্থী ১০,৯৮,৭৭৫ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৪,৮৮,৯০৭ ছাত্র পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পাশাপাশি ৬,০৯,৮৬৮ জন ছাত্রী পরীক্ষার্থী ছিল। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১১ শতাংশ বেশি।


WB Madhyamik Results 2022: ফল নিয়ে কী বললেন পর্ষদ সভাপতি ?


১,২০,৯৬১ জন ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। এই তথ্য ইঙ্গিত করে সমাজের সব স্তরে কন্যা সন্তানদের স্কুল পাঠানোর প্রবণতা বাড়েনি, তাদেরকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা চালিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ বেড়েছে। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, '' পরীক্ষার ফলাফলে ছাত্রীরা ছাত্রদের থেকে পিছিয়ে থাকলেও আমার দৃঢ় বিশ্বাস যেহেতু সমাজ 
ছাত্র-ছাত্রীদের সমান সুযোগ সুবিধা দিচ্ছে,  তাই অচিরেই ছাত্রদের সাফল্যের হারকে ছাত্রীরা ধরে ফেলবে।'' 


মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb10.abplive.com


WB Madhyamik Results 2022: স্ক্রুটিনির জন্য কতদিন জানেন ?


অন্যান্য বছরের মতো এবারও পূর্ব মেদিনীপুর জেলার সফাল্যের হার সর্বাধিক। পূর্ব মেদিনীপুর ৯৭.৬৩ শতাংশ, কালিম্পং ৯৪.৭১ শতাংশ পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২, কলকাতার মাধ্যমিকে সাফল্যের হার ৯৪.৩৬ শতাংশ। উত্তর ২৪ পরগণা পেয়েছে ৯১.৯৮ শতাংশ। এ বারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এ বারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন। 


আরও পড়ুন : WB Madhyamik Results 2022: পরীক্ষার্থীর সংখ্যায় বেশি, কিন্তু পাশের হারে পিছিয়ে মেয়েরা


Education Loan Information:

Calculate Education Loan EMI