কলকাতা: ৩ জুন মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। সকাল ৯টায় ফল ঘোষণা। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ফল দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই বেরোচ্ছে রেজাল্ট। 


৩০ মে মধ্য়শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সোমবার দুপুরের পর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৩ জুন, শুক্রবার সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রথম দশ জনের মেধতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। 


কখন রেজাল্ট দেখা যাবে?
সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পরে, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে।

কোন ওয়েবসাইটে ফল:
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
http://abpananda.abplive.in


চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল। 
কবে কী পরীক্ষা ছিল?



  • ৭ মার্চ প্রথম ভাষা

  • ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা

  • ৯ মার্চ ভূগোল পরীক্ষা

  • ১১ মার্চ ইতিহাস পরীক্ষা

  • ১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা

  • ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা

  • ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা

  • ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা


 দু’বছর পর ২০২২ সালে ফের হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)। বৃদ্ধি হয়েছে পরীক্ষার্থীর সংখ্যাতেও। ৫০ হাজার বেড়ে চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯।   সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাস করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে।  পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ ছিল ইন্টারনেট (Internet)। কোভিড বিধি (Corona Regulations) মেনে কড়া নজরদারিতে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ছিল আইসোলেশন রুমও (Isolation Room)। 


করোনার জেরে ২০২১ এ মাধ্যমিক পরীক্ষা হয়নি।  কার্যত দু’বছর পর অফলাইনে মাধ্যমিক হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১১টা ৪৫-এ। পরীক্ষা চলছিল দুপুর ৩টে পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ ছিল।  


আরও পড়ুন: শুক্রবার কখন, কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল?


 


Education Loan Information:

Calculate Education Loan EMI