কলকাতা: আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিকের (Madhyamik Result) ফল। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন (Patha Bhavan) স্কুলের ছাত্র তিনি ৬৯০ নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন। তবে কলকাতায় (Kolkata) মাধ্যমিকে তিনিই প্রথম (First) হয়েছেন। এদিন এবিপি আনন্দকে তিনি বলেন, "খুবই ভাল লাগছে। বিশ্বাসই করতে পারছিলাম না।"                        


শ্রুতর্ষি এও বলেন, "আমাদের হেডমিস্ট্রেস যোগাযোগ করেন। শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উনি খুব খুশি। বাবা মা আনন্দে আত্মহারা। যদিও আমি চতুর্থ হব এটা ভাবিনি। আমি বাকরুদ্ধ এই রেজাল্ট দেখে। ফল প্রকাশের সময় বাবা পাশেই ছিলেন, মা ছিলেন ঠাকুরঘরে।" শিক্ষার্থীর কথায়, "এবিপি আনন্দই দেখছিলাম। সেই সময় পর্ষদ সভাপতি জানালেন। শুনে ভীষণ খুশি হয়েছিলাম। বই পড়ে গিয়েছি সবসময়।"  


আরও পড়ুন, প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ


প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই, বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছেন ৬৯৩। দ্বিতীয় হয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। মালদা গাজোলের আদর্শবাণী হাইস্কুলের মৌশিকী পেয়েছেন ৬৯২। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক পেয়েছেন ৬৯২। অনন্যা দাশগুপ্ত হয়েছেন তৃতীয়। ৬৯০ পেয়ে চতুর্থ অভিষেক গুপ্ত। 


এদিকে, পাসের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। ওই জেলায় পাসের হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।  কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাসের হার ৯৪ শতাংশের বেশি। উত্তর ২৪ পরগনায় পাসের হার ৯১ দশমিক ৯৮ শতাংশ।  দক্ষিণ ২৪ পরগনায় পাসের হার ৮৯ দশমিক ০৮ শতাংশ।  


এবারের মাধ্যমিকে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ। পরীক্ষা শেষ হয়েছে গত ১৬ মার্চ।               


সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb10.abplive.com-এ 


Education Loan Information:

Calculate Education Loan EMI