WB Madhyamik Results 2022: ৬৮৯ নম্বর পেয়ে এবার মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের শুভ্র দত্ত। তবে শুভ্র একা নয়, পঞ্চম স্থানে একই নম্বর পেয়ে রয়েছে মোট ১১ জন পরীক্ষার্থী। ফল ঘোষণার পর স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদে শুভ্রর ঘরে খুশির হাওয়া। মাধ্যমিকের ফলপ্রকাশ প্রসঙ্গে শুভ্র জানায়, কিছু একটা স্থান পাবে ভেবেছিল সে। তবে এই নম্বরটা প্রত্যাশিতই ছিল। 


WB Madhyamik Results 2022: কোথায় লুকিয়ে সাফল্যের চাবিকাঠি ?
জীবনের প্রথম বড় পরীক্ষায় অন্যরা যখন নিয়ম মেনে পড়াশোনা করেছে, তখন পড়ুয়াদের ভিড়ে কিছুটা আলাদা মুর্শিদাবাদের এই ছেলে। শুভ্র বলেছে, '' পরিশ্রম বলতে গেলে আমার মন চাইলে আমি পড়তাম। আমার ওপর কোনওদিনও কোনও স্যারের চাপ বা মায়ের চাপ বলে কিছুই ছিল না। আমার কোনও নির্ধারিত পড়ার সময়সূচি ছিল না। কোনওদিন ইচ্ছে করলে আমি সারাদিন পড়তাম, আমার ইচ্ছে না করলে সারাদিন পড়তাম না। ওরকম কিছু নির্দিষ্ট পড়ার সময় বলে কিছু ছিল না। 


WB Madhyamik Results 2022: টিভি দেখে না শুভ্র !
বাড়িতে টিভি নেই। এই যুগেও টিভি দেখে না মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী শুভ্র। না পড়ার দিনগুলিতে আলাদা গল্পের বই পড়ে সে। অবসর সময়ে চলে সিনেমা দেখা, ফোন ঘাঁটাঘাটি। বাবা-মা অবশ্য অনেক সময়ই এর জন্য বলতেন। শুভ্র জানিয়েছে, কিছু বিশেষ বিষয়ের ওপর জোর দেয়নি সে। আলাদা করে ভালোলাগার বিষয় বলে কিছু ছিল না। সব বিষয় পড়তে ভাল লাগতো তার। বাড়িতে টিভি না থাকার কারণে পরীক্ষার ফলও জেনেছে মোবাইলে। ইউটিউব খুলেই জানতে পেরেছে নিজের সাফল্যের স্থান।


WB Madhyamik Results 2022: ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি


এবার প্রথম পর্বের পরীক্ষা থেকে ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ হল। মোট পরীক্ষার্থী ১০,৯৮,৭৭৫ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৪,৮৮,৯০৭ ছাত্র পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পাশাপাশি ৬,০৯,৮৬৮ জন ছাত্রী পরীক্ষার্থী ছিল। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১১ শতাংশ বেশি।


WB Madhyamik Results 2022: ফল নিয়ে কী বললেন পর্ষদ সভাপতি ?


১,২০,৯৬১ জন ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। এই তথ্য ইঙ্গিত করে সমাজের সব স্তরে কন্যা সন্তানদের স্কুল পাঠানোর প্রবণতা বাড়েনি, তাদেরকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা চালিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ বেড়েছে। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, '' পরীক্ষার ফলাফলে ছাত্রীরা ছাত্রদের থেকে পিছিয়ে থাকলেও আমার দৃঢ় বিশ্বাস যেহেতু সমাজ ছাত্র-ছাত্রীদের সমান সুযোগ সুবিধা দিচ্ছে,  তাই অচিরেই ছাত্রদের সাফল্যের হারকে ছাত্রীরা ধরে ফেলবে।'' 


আরও পড়ুন : WB Madhyamik Results 2022: মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে প্রথম স্থানে ২ জন


Education Loan Information:

Calculate Education Loan EMI