কলকাতা:  মাধ্যমিকে (Madhyamik Result) প্রথম হয়েছেন কাটোয়া দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি (Debdutta Majhi)। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । এ বছর পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে।


এগিয়ে ছাত্রীরা: ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার (WBSE) ফল। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। পাসের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।


পাসের হার এ বছর ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ। প্রথম দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে সে। দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১ তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারওভার ইমতিয়াজ, মার্টিন হাসান, অর্ঘ্যদীপ সাহা। চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই। পঞ্চম শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল। ষষ্ঠ  বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস। 


কোন জেলায় কতজন কৃতী: মাধ্যমিকের মেধা তালিকায় মালদার ২১ জন, পূর্ব বর্ধমানে ১৭ জনের পাশাপাশি বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন রয়েছে প্রথম দশে। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন রয়েছেন তালিকায়। ৯ জন রয়েছে উত্তর ২৪ পরগনা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকেও তালিকায় রয়েছে ৯ জন। পুরুলিয়া থেকে যে তালিকায় রয়েছে ৬ জন। ৫ জন হুগলি থেকে রয়েছেন তালিকায়। হাওড়া ও কোচবিহার থেকে যথাক্রমে ৪ জন ও ৩ জন স্থান করে নিয়েছে মেধা তালিকায়। বীরভূম থেকে ২ জন স্থান করেছে তালিকায়। পাশাপাশি নদিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন করে রয়েছে মেধা তালিকায়।


আরও পড়ুন: WB Madhyamik Results 2023: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর



Education Loan Information:

Calculate Education Loan EMI