কলকাতা :  এবার  মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। সে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর, ৬৯৭ , যা ৯৯.৫৭ শতাংশ  ! অতএব বোঝাই যাচ্ছে, প্রায় প্রতিটি বিষয়েই তার প্রাপ্ত নম্বর ১০০ য় ১০০ বা ৯৯। সারাদিন পড়াশোনার মধ্যেই কাটায় দেবদত্তা। তাই ভাল ফলাফল হবে আত্মবিশ্বাসী ছিল সে। কেমন নম্বর পেয়েছে দেবদত্তা ? দেখে নিন  এক ঝলকে। এবিপি আনন্দ-র ওয়েবসাইট  থেকেই পাওয়া গিয়েছে। 



প্রথম ভাষার মার্কস - ৯৮ 
প্রথম ভাষা গ্রেড AA
দ্বিতীয় ভাষা মার্কস ১০০
দ্বিতীয় ভাষা গ্রেড AA
গণিত মার্কস ১০০
গণিত গ্রেড AA
পদার্থবিদ্যা মার্কস ১০০
পদার্থবিদ্যা গ্রেড AA
লাইফ সায়েন্স মার্কস ১০০
জীবন বিজ্ঞান গ্রেড AA
ইতিহাস মার্কস ৯৯
ইতিহাস গ্রেড AA
ভূগোল মার্কস ১০০ 
ভূগোল গ্রেড


আনন্দ চোখে মুখে প্রকাশিত হলেও, সাফল্যের মুখেও শান্ত সে।  মা, শিক্ষক, স্কলের শিক্ষক-শিক্ষিকা ও ব্যক্তিগত শিক্ষক -শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞতাপ্রকাশ করলেন আপ্লুত প্রথমা। বললেন, প্রতিদিন ১০-১২ ঘণ্টা পড়াশোনা করত সে। প্রতিটি বিষয়েরই গৃহশিক্ষিক ছিল। তবে ভৌতবিজ্ঞান পড়াতেন মা। অঙ্ক ও ভৌতবিজ্ঞান প্রিয় বিষয়। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় দেবদত্তা । চায় আইআইটি-তে লেখাপড়া করতে। 


সকালে তাড়াতাড়ি উঠতে পারে না সে। রাতে পড়া চলত ১১ টা , সাড়ে ১১ টা পর্যন্ত। পড়াশোনাই তার প্রথম প্রিয়। ক্রিকেট ভালবাসলেও দেখা হয়ে ওঠেনি আইপিএল।  দেবদত্তার মা এবিপি আনন্দকে জানালেন, খুশিতে আপ্লুত তিনিও। 


মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর। ক্লিক করুন  : wb10.abplive.com 




 




নজরে মাধ্যমিকের ফল : - 


 



  • এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র

  • মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি

  • ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন

  • দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল

  • প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে

  • মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে 

  • পাশের সংখ্যা সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে 

  • দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা

  • পাশের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর

  • পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ

  • প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র

  • ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী

  • প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী

  • প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল, ৬৯৭ পেয়েছে ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। 

  • দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১

  • তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ, মার্টিন হাসান, অর্ঘ্যদীপ সাহা

  • চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই                           

  • পঞ্চম শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল                                      

  • ষষ্ঠ  বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস


 


Education Loan Information:

Calculate Education Loan EMI