নয়াদিল্লি: মঙ্গলবার ১৮তম লোকসভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বক্তব্য দিতে বাধা বিরোধীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখার সময় তুমুল হই হট্টগোল করেন বিরোধী জোটের নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে ব্যাঘাত করার জন্য বিরোধীদের তীব্র ভর্ৎসনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
আরও পড়ুন NEET-PG Row: জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের
লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের সময় লাগাতার স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তাঁদের তুমুল পই হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। হট্টগোলের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের কটাক্ষ করে বলেন, কয়েকজনের দুঃখ বুঝতে পারছি। তবে আমার সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি মেনে চলছে। কোনও দুর্নীতিবাজ ছাড় পাবেন। এবারের লোকসভা নির্বাচনে তোষণের রাজনীতিকে যোগ্য জবাব দিয়েথে দেশের জনগণ। রোজ রোজ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসছে। আমার সরকার সমস্ত দুর্নীতির বিচার করে দোষীদের কঠোর শাস্তি দেবে।
লোকসভায় রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন ভাষণের জবাব দিতে প্রধানমন্ত্রী বলেন, "গতকাল ও আজকে একাধিক সাংসদ রাষ্ট্রপতির ভাষণের সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। বিশেষ করে তাঁরা যাঁরা আমাদের সঙ্গে এই প্রথম সাংসদ হিসেবে সংসদে এসেছেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাবের জন্য দেশ আমাদের আশীর্বাদ করেছেন। বর্তমানে ভারতের দক্ষতা ও গ্রহণযোগ্ গোটা বিশ্বে বেড়েই চলছে। আমাদের সমস্ত নীতি রূপায়ণ, প্রতিটি সিদ্ধান্ত ও কাজের একমাত্র লক্ষ্য হল ভারতকে সবার প্রথমে নিয়ে যাওয়া। "
কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, "এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে তুষ্টিকরণের রাজনীতির সাক্ষী থেকেছে এবং তুষ্টিকরণের সর্বনিকৃষ্ট শাসনের মধ্যে দিয়ে গেছে। আমরা তুষ্টিকরণের নয় সন্তুষ্ঠিকরণের মানসিকতা নিয়ে চলি। আমি দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা বিকশিত ভারতের সিদ্ধান্ত নিয়েছি এবং তাকে বাস্তবায়িত করার জন্য সমস্ত রকমের চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি যে সততা ও দৃঢ়চেতা মনোভাব নিয়ে প্রতিটি মুহূর্ত লক্ষ্য পূরণের জন্য কাজ করে চলেছি।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা যদি ২০১৪ সালের কথা চিন্তা করি তাহলে দেখতে পাব যে ওই সময় দেশের মানুষ তাঁদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল আর দেশে পিথনের দিকে পিছিয়ে যাচ্ছিল। তখন খবরের কাগজ খুললেই শুধু কেলেঙ্কারির খবরই দেখা যেত কিন্তু, এখন পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।