বোলপুর: ১০৮টি পুরসভার ভোটে (Municipal Election) রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা (Violence), গণ্ডগোলের অভিযোগ উঠলেও, সেটা মানতে নারাজ বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর দাবি, দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোথাও কোনও গোলমাল হয়নি।


সাংবাদিক বৈঠকে অনুব্রত বলেন, ‘ভোট শেষ হল, এবার খেলবে। পাঁচটার আগে খেলা উচিত নয়। ভোট মানেই তো একটা উৎসব। মুড়ি, আলুরদম, বোঁদে। খুব ভাল ভোট হয়েছে। চ্যালেঞ্জ করে বলেছিলাম, পুরসভার ভোটে কোনও ঝামেলা হবে না। একেবারে শান্তিপূর্ণ ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের ভোট। আমার মনে হয়, উন্নয়ন শেষ হয়ে গেছে। নতুন করে আর কোনও উন্নয়ন করার নেই। এবার মানুষ যা বলবে, পুরসভার চেয়ারম্যানরা সেটা করে দেবে।’


অনুব্রত আরও বলেন, ‘সামান্য কী একটা হয়েছে, ধরলে চলবে! ১০৮টা পুরসভায় দু-একটা ঘটনা দেখলে হবে না। কার দোষ, কে দোষী, না দেখে বলা উচিত নয়। হঠাৎ কাউকে দোষী বলে দেওয়া উচিত নয়। আমি তো দেখলাম ভাটপাড়া আর কামারহাটি ছাড়া কোথাও গোলমাল হয়নি। মুর্শিদাবাদে একটু না হলে ভাল লাগবে! জায়গাটার নাম মুর্শিদাবাদ। সিরাজের জায়গা। ওখানে বরাবরই একটা যুদ্ধ-যুদ্ধ ব্যাপার। এখন যেমন যুদ্ধ চলছে, রাশিয়া বনাম ইউক্রেন। মুর্শিদাবাদেও তেমনই তরবারি নিয়ে ব্যাপার ছিল সিরাজের। কাঁথিতে শিশিরবাবু বলছেন? বয়সটা কত দেখুন? বয়সে মানুষ অনেক সময় ভুল বলে। শিশিরবাবুর বয়স হয়ে গেছে।’


আরও পড়ুন কাঁথিতে ভোট লুঠের অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের


বিরোধীদের কটাক্ষ করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আরও বলেছেন, ‘ওদের সুন্দরভাবে ঘুমিয়ে যাওয়া উচিত। চান-টান করে ফ্যান চালিয়ে ঘুমিয়ে যাওয়া উচিত। আমরা কেন ঘুম পাড়াতে যাব? ওরা নিজেরাই ঘুমিয়ে পড়ুক। বাড়িতে লোকজন থাকলে মাথায় হাত বুলিয়ে দেবে।’


বিরোধীরা বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগে সরব। এ প্রসঙ্গে অনুব্রতর কটাক্ষ, ‘বিবেকে লাগে না? এত মিথ্যা কথা! এত মিথ্যাবাদী!’


বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, গণতন্ত্র হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গ অনুব্রতর কটাক্ষ, ‘ও পাগলের মতো কথা বলছে। ও নিজেই গণতন্ত্র সম্বন্ধে কিছু জানে না। গণতন্ত্র হত্যা কেমন হল, সেটা তো ত্রিপুরায় দেখাল।’