নয়াদিল্লি: ভারতে ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল (Kili Paul)। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত 'ইন্টারনেট সেনসেশন কিলি পল' (Kili Paul) নামে। কিলি পলের মতো জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর বোন নিমা পলও। আজ 'মন কি বাত'-এও প্রধানমন্ত্রীর (PM Modi) গলায় শোনা গেল এই দুই ভাইবোনের কথা। পাশাপাশি তাঁদের দেখে দেশের নতুন প্রজন্মকেও বিভিন্ন ভাষার গানে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির পরামর্শ দিলেন তিনি।


আজ 'মন কি বাত'-এ (Mann Ki Baat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, ' দুই ভাইবোন কিলি পল ও নিমা পলের মতো আমি প্রত্যেকের কাছে আর্জি জানাব, বিশেষ করে দেশের নতুন প্রজন্মের কাছে যে, তারা আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা ভাষার জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়ে নানা ভিডিও তৈরি করুক। আমরা 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' হয়ে দেশের বিভিন্ন ভাষাকে যাতে আরও জনপ্রিয় করে তুলতে পারি।'


আরও পড়ুন - Radhe Shyam: 'রাধে শ্যাম' মুক্তির আগেই সিনেমা হলের সামনে বিনামূল্যে হাত দেখানোর বুথ বসালেন নির্মাতারা



প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ইন্টারনেট সেনসেশন কিলি পলকে (Kili Paul) সম্মানিত করল তানজানিয়ার ভারতীয় হাইকমিশন (Indian High Commission in Tanzania)।   ভারতীয় হাই কমিশন টুইটারে 'ভারতে লক্ষ লক্ষ হৃদয় জয় করা' তাঁদের এই ‘বিশেষ অতিথি’ সম্পর্কে পোস্ট করেছে। কিলি পলের (Instagram Sensation Kili Paul) ইনস্টাগ্রামে ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন। কেবল সাধারণ মানুষ নয়, টলিউড থেকে বলিউড, অনেকেই ফলো করেন 'কিলি পল'-কে।  বিনায়া প্রধান ট্যুইটারে কিলি পলকে উপহার দেওয়ার ছবি শেয়ার করে লেখেন, 'আজ তানজানিয়ার ভারতীয় হাইকমিশনে একজন বিশেষ অতিথি এসেছেন। তিনি কিলি পল। হিন্দি গানের সঙ্গে লিপ সিঙ্ক করে লক্ষ লক্ষ ভারতীয়র মন জয় করেছেন যিনি।'