কলকাতা: ভোটে সন্ত্রাসের অভিযোগে কাল বিজেপির (BJP) ডাকে বাংলা বন্‍‍ধ (Bangla Bandh)। সকাল ৬টা থেকে কাল ১২ ঘণ্টা বাংলা বন্‍‍ধের ডাক বিজেপির। তৃণমূলের সন্ত্রাস, আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে বন্‍‍‍ধের ডাক। ‘বন্‍‍ধের ইস্যু সমর্থনযোগ্য, ক্ষমতা থাকলে আমরাও ডাকতাম’, বিজেপির ডাকা বন্‍‍ধ নিয়ে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির (Adhir Chowdhury) । 





পুরভোট (Municipal Election) শুরু হতে না হতেই একাধিক পুর এলাকায় ইভিএম ভাঙচুর। বসিরহাট (Basirhat), বারাসাত (Barasat) ও হরিণঘাটায় গ্রেফতার করা হয়েছে বিজেপি (BJP) প্রার্থীকে। জঙ্গিপুরে বুথে ঢুকে ইভিএম ভাঙচুর করেন  বিজেপি নেতা ।


সকাল থেকেই ১০৮ পুরসভার ভোট ঘিরে উত্তপ্ত রাজ্য (West Bengal)। কোথাও ভোটারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ । কোথাও বুথে বহিরাগতদের তাণ্ডব। বিরোধী দলের প্রার্থীকে মারধর। বিরোধী দলের এজেন্টকে বার করে দেওয়া। ছাপ্পা ভোট। খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের মুখ-চোখ ফাটিয়ে দেওয়া। ১০৮ পুরসভার ভোটে একেবারে ঘটনার ঘনঘটা!


আরও পড়ুন: WB Municipal Election 2022: 'রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতা,' কমিশনারকে রাজভবনে তলব রাজ্যপালের


একদিকে উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে বেধড়ক মার। মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।


অন্যদিকে বহিরাগত ঢুকিয়ে ছাপ্পা ভোট ও বুথ দখলের অভিযোগে উত্তর দিনাজপুরের ডালখোলায় ধুন্ধুমার। রাস্তা অবরোধ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বাদ গেল না কিছুই। পাল্টা বেধড়ক লাঠিচার্জ করল পুলিশ। ফাটানো হল কাঁদানে গ্যাসের শেলও। একই ছবি কামারহাটিতেও। ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব। বোমাবাজির অভিযোগ। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। বাইক, গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। 


আরও পড়ুন: WB Muncipal Poll 2022: বিরোধীদের চান-টান করে ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়া উচিত, কটাক্ষ অনুব্রতর