মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোলের ৩৩ নম্বর ওয়ার্ডে রানিগঞ্জের (Raniganj) ৮ নম্বর বুথে উত্তেজনা । এর জেরে ভোট শুরু করতে বাধা দেন তৃণমূল (TMC) প্রার্থীর এজেন্ট। মিনিট পনেরো বন্ধ থাকে ভোটগ্রহণ।  সেক্টর অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 


অন্যদিকে, পুলিশের গাড়িতে লাগানো তৃণমূল প্রার্থীর নামে স্টিকার। আসানসোলের (Asansol) ৫১ নম্বর ওয়ার্ডের ছবি।  চেলিডাঙ্গা হাই স্কুল একটি পুলিশের গাড়িতে এক দলীয় প্রার্থী স্টিকার লাগানো থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।রাজনৈতিক ও  ভোটদাতারা প্রশ্ন তুলছেন, পুলিশের গাড়িতে দলীয় প্রার্থীর স্টিকার লাগানো থাকা নিয়ে।  যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরবত্তী অংশে গাড়ী বাইরে নিয়ে চলে যায় ।


আরও পড়ুন: WB Municipal Election 2022 : "ঘুরতে হলে পশ্চিমবঙ্গ পুলিশ নিতে হবে", নোটিস ফেরালেন অগ্নিমিত্রা


কড়া নিরাপত্তায় রাজ্যের চার পুরসভায় ভোটগ্রহণ শুরু। বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে গোটা বিধানগর পুর-এলাকাকে ৪৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ। এরই মধ্যে গতকাল লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


মিশ্র ভাষাভাষীর শিল্পশহর আসানসোলেও (Asansol) আজ পুরভোট।রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই পুরসভায় মোট ওয়ার্ড ১০৬টি। নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার ১৪২ জন পুলিশ কর্মী। 


৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। বিজেপি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ১৭ নম্বর ওয়ার্ডে। এখানে আবার কোনও বুথই স্পর্শকাতর নয়। এরপরও মোতায়েন প্রায় সাড়ে ৭০০ পুলিশ। 


কড়া নিরাপত্তার চাদরে মোড়া উত্তরবঙ্গের গেটওয়ে শহর শিলিগুড়ি। ৪৭টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি পুরসভার ১৭ শতাংশ বুথ স্পর্শকাতর। মোতায়েন থাকবে ২ হাজারের বেশি পুলিশ কর্মী। নিরাপত্তার সার্বিক দায়িত্বে আইপিএস ভি পি সিং।