কলকাতা : আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াল পুরভোট ঘিরে। বিধাননগর (Bidhannagar) ও আসানসোলে (Asansol) একের পর এক অভিযোগ ওঠে। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে বুথের মধ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাতাহাতি সহ একের পর এক ঘটনা সামনে এসেছে। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
দিলীপ ঘোষ বলেন, "মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেইজন্য কেন্দ্রীয়বাহিনী চাওয়া হয়েছিল। কিন্তু, সকাল থেকে দেখা যাচ্ছে...এত ভুয়ো ভোটার এসেছে । রিপোর্টাররা ভুয়ো ভোটার ধরছেন, কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে না। এজন্য আমরা বলেছিলাম, পুলিশ থাকলে ভোট হবে না। পুলিশও টিএমসি-র ক্যাডারের মতো। গন্ডগোল, মারপিট, আমাদের কর্মীদের আটকানো, ভয় দেখানো -সব চলছে। এটা শান্তিপূর্ণ ভোট নয়।"
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকার নির্বাচন না করার তালে ছিল। তৃণমূল নির্বাচন না করার তালে ছিল। চারটি পুরসভাতেই মানুষের উৎসাহ খুব ভাল। তাতে তৃণমূল ভয় পেয়ে, মানুষ যেতে ভোট দিতে না পারে তাই কলকাতার মতো ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল। আমি তো দেখলাম কোথায় একটা হাতে ঘোষ ধরেছে, বলছে না না আমার টাইটেল দাস বলে। নাম ঘোষ, লোকে নাকি দাস বলে। এও চলছে। সে তৃণমূলের ক্যাম্পে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জবরদস্তি করার চেষ্টা করছে তৃণমূল। এটা কখনও মানুষ মানবে না। মানুষ প্রতিরোধ করেই ভোট দিচ্ছে।"
আরও পড়ুন ; জামুড়িয়ায় সিপিএম প্রার্থীকে ভয় দেখাতে গুলি ; ফেসবুক লাইভে অভিযোগ প্রার্থীর-মেয়ের
আজ আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার (Jamuria) শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টা, গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি, ফেসবুক লাইভে অভিযোগ সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ের। পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের।
এর আগে আসানসোল পুরসভার (Asansol Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী (BJP Candidate) আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
বিধাননগরেও সকাল থেকে দফায় দফায় উত্তেজনার খবর পাওয়া যায়।