কলকাতা: কোথাও হুড়মুড়িয়ে বুথে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হল EVM। কোথাও মেঝেতে পড়ে রইল ভোটযন্ত্র। মাটিতে ভেঙে পড়ে EVM। কোথাও আবার EVM ভেঙে দেওয়ার চেষ্টা চলল। ৭ জেলায় ১০টি পুর এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয়ছে ১৪টি ইভিএম। অধিকাংশ ক্ষেত্রে আঙুল উঠেছে বিজেপির (BJP) দিকে। কোথাও আবার নাম জড়িয়েছে তৃণমূলেরও (TMC)। গ্রেফতার করা হয়েছে তিন বিজেপি প্রার্থীকে। আজকের নির্বাচন এবং আগামীকালকের বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে রাজ্যপালকে (Rajyapal) সরাসরি বিঁধলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আজ ভোট সম্পর্কে রাজ্যপাল বলেন, 'পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি নেই একেবারেই। পাঁচ রাজ্যে যখন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তখন এই রাজ্যে নানা অশান্তি আর সন্ত্রাস দেখা গিয়েছে।' রাজ্যপালের এই বক্তব্যের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, 'এখানে কয়েকটা জায়গায় বিজেপি, সিপিআইএমের প্ররোচনায় গণ্ডগোল হয়েছে। সেটাই যদি শতাংশের হিসেবে দেখা যায়, তাহলে তা খুবই কম। এগারো হাজার বুথের মধ্যে ২০টা বুথে গোলমাল হয়েছে। সুতরাং এটা কোনও সংখ্যাই নয়। আমি মহামান্য রাজ্যপালকে বলতে চাই, আগামীকাল বিজেপির পতাকা নিয়ে রাস্তায় নেমে বনধ করুন। ওটাতেই আপনাকে আরও বেশি ভালো লাগবে। সরাসরি পার্টিটা করুন। রাজভবনটাকে কলঙ্কিত করবেন না।'
আরও পড়ুন - WB Municipal Election 2022: আগামীকাল বনধ হবে না: ফিরহাদ হাকিম
প্রসঙ্গত, আগামীকাল বিজেপি ডাকা বনধ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'বাংলার মানুষের উপর যাতে কোনও অসভ্যতা, কোনও অপদস্ততা না হয়। বাস মালিক সংগঠনকে, পরিবহন সংগঠনকে, ব্যবসায়ী সংগঠনকে, সবাইকে বলছি, দোকান পাঠ খুলুন। আদালত খুলুন, বাজার খুলুন। কাল সব কিছু খোলা থাকবে। প্রশাসন কড়া হাতে সব অরাজকতা থাকবে। এটা বনধ নয়, এটা অরাজকতা। বাংলাকে বদনাম করার চক্রান্ত। এটাকে কড়া হাতে প্রশাসন আটকাবে। এবং কখনও বাংলার মানুষ আর সেই আগের ৩৪ বছরে ফিরতে চায় না। বনধ, হরতালের বাংলা, সেই বাংলায় আর মানুষ ফিরতে চায় না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরোদমে এর বিরোধিতা করছি। এবং যারা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, তাদের ধিক্কার জানাই। বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না।'