মস্কো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) মধ্যেই আশার আলো। বেলারুশে (Belarus) রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে ইউক্রেন। এমনই জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম। এরপরেই জানা গিয়েছে, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরে যাচ্ছেন ইউক্রেনের প্রতিনিধিরা।
আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চতুর্থ দিনে পড়েছে। এর আগেও একাধিকবার ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় ইউক্রেন। তবে এবার তারা আলোচনায় রাজি হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সংবাদমাধ্যম।
এর আগে আজই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, ‘আলোচনার সুযোগ নষ্ট করছে ইউক্রেন। বেলারুশের গোমেল শহরে পৌঁছে গিয়েছে রাশিয়ার প্রতিনিধি দল। কিভের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে তৈরি রাশিয়ার প্রতিনিধিরা। কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে আলোচনার সুযোগ নেওয়া হচ্ছে না। তাদের আচরণে অসঙ্গতি দেখা যাচ্ছে।’
ক্রেমলিনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, দোনবাস অঞ্চলকে রক্ষা করার জন্যই সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া। ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি যুদ্ধ থামানোর জন্য রাশিয়া ও ইউক্রেনের আলোচনায় মধ্যস্থতা করতে তৈরি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ করেছেন। সেই অনুরোধ মেনেই পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন বৈঠকে ইজরায়েলের কোনও প্রতিনিধি মধ্যস্থতা করার জন্য থাকবেন কি না, সেটা অবশ্য এখনও জানা যায়নি।