কলকাতা: ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির ডাকা বন্‍‍ধের বিরোধিতা করেছে বামেরা। যদিও ইস্যু সমর্থনযোগ্য বলেই জানাল কংগ্রেস। অধীর চৌধুরীর কথায় পরিস্থিতি থাকলে আমরাও বনধ ডাকতাম। এবার এই প্রসঙ্গে কথা বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।


এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, 'অসভ্যতা করলে রাজনৈতিক মোকাবিলা হবে। নিশ্চিতভাবে প্রশাসনও রাস্তায় থাকবে। এবং বনধ কালচার আগামীকাল মানুষ দেখিয়ে দেবে যে বাংলায় বনধ কালচার নেই। বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে এগিয়ে যাওয়ার দিক দেখিয়েছে, তাতে বাংলা এগিয়ে যাচ্ছে। আজকে আবারও বলে দিতে চাই যে কালকে বন্ধ হবে না। বিজেপি এক ধরনের চ্যানেল। এরা সবাই মিলিয়ে বাংলাকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত চালাচ্ছে, তাতে বাংলার কোনও ক্ষতি করতে পারবে না, কোনও বনধ হবে না। আগামীকাল চারটের সময় সব ব্লকে বনধ নয়, পিছিয়ে দেওয়া নয়, সন্ত্রাস নয়, আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার উপর মিছিল হবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা চারটের সময় মিছিল করবে। সারাদিন রাস্তায় থাকবে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য।'


আরও পড়ুন - WB Muncipal Poll 2022: 'সোমবার সমস্ত অফিস, পরিবহণ সচল থাকবে, দরকারে পদক্ষেপ নেবে পুলিশ' জানালেন ডিজিপি


তিনি আরও বলেন, ' বাংলার মানুষের উপর যাতে কোনও অসভ্যতা, কোনও অপদস্ততা না হয়। বাস মালিক সংগঠনকে, পরিবহন সংগঠনকে, ব্যবসায়ী সংগঠনকে, সবাইকে বলছি, দোকান পাঠ খুলুন। আদালত খুলুন, বাজার খুলুন। কাল সব কিছু খোলা থাকবে। প্রশাসন কড়া হাতে সব অরাজকতা থাকবে। এটা বনধ নয়, এটা অরাজকতা। বাংলাকে বদনাম করার চক্রান্ত। এটাকে কড়া হাতে প্রশাসন আটকাবে। এবং কখনও বাংলার মানুষ আর সেই আগের ৩৪ বছরে ফিরতে চায় না। বনধ, হরতালের বাংলা, সেই বাংলায় আর মানুষ ফিরতে চায় না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরোদমে এর বিরোধিতা করছি। এবং যারা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, তাদের ধিক্কার জানাই। বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না।'