আসানসোল : আসানসোলের (Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে হাজি কদম রসুল স্কুলে উত্তেজনা। বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি প্রার্থী (BJP Candidate) চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এনিয়ে বিজেপি নেতার সঙ্গে বচসা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁকে বুথ থেকে বের করে দেয় পুলিশ। এরপর বুথের বাইরে চেয়ারে বসে নজরদারি জারি রাখেন বিজেপি নেতা।
জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, মহিলা প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান প্রার্থী। তৃণমূল কর্মীরা বুথের বাইরে ভিড় করে রয়েছেন। অন্যদিকে জনৈক ব্যক্তি অভিযোগ তোলেন, জিতেন্দ্র তিওয়ারি সাধারণ মানুষের সমস্যা করছেন। ভোট দিতে দিচ্ছেন না।
আরও পড়ুন ; জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, বিজেপির মহিলা প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ
এদিকে আজ আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পালকে আটকে রাখার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে আসানসোল কমিশনারেটের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই কারণে পুলিশ তাঁকে নোটিস দিতে আসে। বলা হয়, তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। যদিও তিনি তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন অগ্নিমিত্রা।
তিনি বলেন, "নোটিস আমি রিসিভ করিনি। কারণ, নোটিসে হয়তো এটাই বলা থাকবে যে, আমি আমার ওয়ার্ডের বাইরে বেরোতে পারব না। আমার কেন্দ্রীয়বাহিনী নিয়ে ঘুরতে পারব না। কাল রাতেও পুলিশ এসেছিল। ওরা বলেছে, ঘুরতে হলে পশ্চিমবঙ্গ পুলিশ নিতে হবে। আমি জানি না এটা কোথাকার নিয়ম ? আমি একজন জনপ্রতিনিধি। আমি কেন ঘুরতে পারব না ? আমি তো গিয়ে কোনও সমস্যা করছি না। আমি গিয়ে কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছি। যদি কোনও রিগিং বা ঝামেলা হলে আমি তাঁদের পাশে দাঁড়াব। আমাকে আটকানোর জন্য এত তৎপর। কিন্তু, আজ বিভিন্ন জায়গায় দেখছেন, মোটর বাইকে তিনজন করে মুখ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সুভাষপল্লি স্কুলে বুথ দখল হয়ে গেছে। ওখানে ৫০ জন ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের ধরতে পারবে না। ৭৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা মহিলা মোর্চার একজনের গায়ে হাত দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় বুথ দখল হয়ে গেছে।"