রাজীব চৌধুরী, ধুলিয়ান: বুথ জ্যামের (Booth Jam) অভিযোগকে কেন্দ্র করে নির্দল (Independent Candiadate) ও তৃণমূল প্রার্থীর (TMC Candidate) কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোল। ধুলিয়ানের  (Dhulian) ১৪ নম্বর ওয়ার্ডে ৫১ নম্বর বুথে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। 


রবিবার বকেয়া পুরভোট ঘিরে সকাল থেকেই অশান্তি, হিংসার খবর উঠে আসছে। তবে শুধু ওই এলাকাতেই নয়, এ দিন সকাল থেকে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ছবি সামনে এসেছে। জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুর। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের দাবি, ভাঙচুরের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। অস্বীকার গেরুয়া শিবিরের। জঙ্গিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মিদ্যাপাড়ায় রাজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে সিপিএম প্রার্থী জিয়াবুল শেখকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি বাম প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের।


রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব। ভাঙা হল বুথের দরজা। সিপিএম প্রার্থীর রীতা দত্তর স্বামী সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য স্বর্ণেন্দু দত্তকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন সিপিএম প্রার্থী। তাই জনরোষের শিকার হন তাঁর স্বামী।


আরও পড়ুন: WB Municipal Elections: বুথের সামনে খণ্ডযুদ্ধ তৃণমূল-বিজেপি-র, বন্দুক কাঁধে নিয়েও অসহায় পুলিশ