কলকাতা: হাই কোর্টে (Calcutta High Court) বিষয়টি বিচারাধীন। তার মধ্যেই বকেয়া পুরভোট (WB Municipal Elections) বাতিলের দাবি নিয়ে এ বার সরাসরি রাজ্য নির্বাচন কমিশনের (WB Election commission) দ্বারস্থ হল বিজেপি (BJP)। কোভিড (COVID-19 Cases) যে ভাবে ছড়াচ্ছে, তাতে একমাসের জন্য পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে তারা।
শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশে ওই চিঠি লেখা হয়। তাতে লেখা হয়, ‘আপনারা খুব ভাল করেই জানেন যে, রাজ্য-সহ গোটা দেশে করোনা এবং তার নয়া রূপ ওমিক্রন হু হু করে বাড়ছে। ২০২১-এর ২৮ ডিসেম্বর চার পুরসভায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন আপনারা। সেই সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৫২। ৬ জানুয়ারি তা ২০ গুণ বেড়ে ১৫ হাজার ৪২১-এ গিয়ে ঠেকেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বৃদ্ধি এখনও শিখরে পৌঁছনো বাকি।’’
আরও পড়ুন: CNCI campus: পদবী ভুললেন সঞ্চালিকা! ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে, মোদির সামনে বললেন মমতা
বিজেপি-র যুক্তি, করোনা যে হারে ছড়িয়ে পড়ছে, তাতে ইতিমধ্যেই কোভিড প্রোটোকলে দু’বার সংশোধন ঘটিয়েছে কমিশন। বিধিনিষেধ আরও কড়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইনেও বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।
বিজেপি-র বক্তব্য,‘‘গণতন্ত্রে নির্বাচন অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু মানুষের জীবনের ঝুঁকি নিয়ে তা কখনওই নয়। এমনিতেই হাসপাতালে কর্মীদে, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানের ঘাটতি দেখা দিয়েছে।পুলিশ-প্রশাসনেও সংক্রমণ ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সবদিক বিচার করেই ভোট স্থগিত রাখা উচিত। গত দেড় থেকে আড়াই বছর ধরে এমনিতেই পিছোচ্ছিল। পরিস্থিতি বিচার করে এখন পিছিয়ে দেওয়াই উচিত।’’
বকেয়া পুরভোট পিছতে কলকাতা হাই কোর্টেও ইতিমধ্যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এ নিয়ে কমিশনের হলফনামা চেয়েছে আদালত। তবে শুধু বিজেপি-ই নয়, সিপিএম নেতৃত্বও করোনায় ভোট পিছনোর দাবি তুলেছেন।