কলকাতা: ৪ পুরসভার নির্বাচনে বিরোধীদের হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কোনও পুরসভাতেই দুই অঙ্কে পৌঁছতে পারেনি বিরোধীরা।এই প্রেক্ষাপটে চার পুরসভার নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।
কার্যত বিরোধীশূন্য করে ৪ পুরসভাতেই জোড়া ফুলের ঝড়। কোথায় কত শতাংশ ভোট পেল ঘাসফুল। রইল
বিধাননগর, চন্দননগরে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট
আসানসোল, শিলিগুড়িতে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বিজেপি
বিধাননগর পুরসভায় ৭৪ শতাংশ ভোট পেল তৃণমূল কংগ্রেস
বিধাননগর পুরসভায় ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট
বিধাননগর পুরসভায় ৮ শতাংশ ভোট পেল বিজেপি
বিধাননগর পুরসভায় ৩ শতাংশ ভোট পেল কংগ্রেস
চন্দননগর পুরসভায় ৫৯ শতাংশ ভোট পেল তৃণমূল
চন্দননগর পুরসভায় ২৮ শতাংশ ভোট পেল বামফ্রন্ট
চন্দননগর পুরসভায় ১০ শতাংশ ভোট পেল বিজেপি ----
চন্দননগর পুরসভায় ১ শতাংশ ভোট পেল কংগ্রেস
আসানসোল পুরসভায় ৬৪ শতাংশ ভোট পেল তৃণমূল
আসানসোল পুরসভায় ১৭ শতাংশ ভোট পেল বিজেপি
আসানসোল পুরসভায় ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট
আসানসোল পুরসভায় ৪ শতাংশ ভোট পেল কংগ্রেস
শিলিগুড়ি পুরসভায় ৪৭ শতাংশ ভোট পেল তৃণমূল কংগ্রেস
শিলিগুড়ি পুরসভায় ২৩ শতাংশ ভোট পেল বিজেপি
শিলিগুড়ি পুরসভায় ১৮ শতাংশ ভোট পেল বামফ্রন্ট
শিলিগুড়ি পুরসভায় ৫ শতাংশ ভোট পেল কংগ্রেস
আরও পড়ুন: Tathagata Roy : "দলের ছন্নছাড়া অবস্থা", পুরভোটে বিজেপির 'বিপর্যয়' নিয়ে ট্যুইট তথাগতর
অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডে ৫১০ ভোটে হার সিপিএমের অশোক ভট্টাচার্যর। জয়ী তৃণমূলের আলম খান। ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী গৌতম দেব। ৩ হাজারের বেশি ভোটে জয়। ১১ নম্বর ওয়ার্ডে ৩০ ভোটে জয়ী নান্টু পালের স্ত্রী বিজেপি প্রার্থী মঞ্জুশ্রী পালের। ১২ নম্বরে ২০৩ ভোটে হারলেন বিজেপির নান্টু পাল। জয়ী তৃণমূলের বাসুদেব ঘোষ। ১৫ নম্বর ওয়ার্ডে ১১০০ ভোটে জয় তৃণমূলের রঞ্জন সরকারের। ২৪ নম্বর ওয়ার্ডে হার বিজেপি বিধায়ক ও পুরভোটের প্রার্থী শঙ্কর ঘোষের। ১১ ভোটে জয়ী তৃণমূলের প্রতুল চক্রবর্তী। ৩৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের রঞ্জন শীল শর্মা। জয়ের ব্যবধান ৩৪০০। এবারের ভোটে শিলিগুড়িতে সবথেকে বেশি ভোটে জয়।
উল্লেখ্য, চার পুরভোটে তৃণমূলের বিপুল জয়ের পর, এবার মেয়র কে হবেন? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিলিগুড়ি পুরসভার মেয়র হবেন গৌতম দেব। বাকি তিন পুরসভাতে মেয়র কে হবেন? তা পরে দল ঠিক করবে।