কলকাতা: কখনও ছবি, কখনও পুতুল, নিজের হাতে মনের মানুষ গড়তে চায় মেয়েটি। পুতুলে, রঙে, প্রেমে মগ্ন সদ্য যুবতী জানেও না, তার প্রেমে মগ্ন কোনও এক যুবক। তার ঘরের দেওয়াল জুড়ে সেই যুবতীর ছবি, লেখায় তার নাম। সমস্ত প্রয়োজনে না ডাকতেই তার পাশে হাজির হয়ে যায় সেই যুবক। প্রেমের ভাষা বোঝা কি এতই কঠিন? ভালোবাসার দিনে অনুপম রায়ের সুরে 'পুতুল আমি'-র গল্প বললেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। 


অনুপম রায়ের (Anupam Roy) সুরে এই প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen) ও সুরঙ্গনা বন্দ্য়োপাধ্যায় (Surangana Banerjee)। শনিবার শহরের একটি হোটেলে অনুষ্ঠানিক ঘোষণা করা হয় মিউজিক সংস্থা ‘সারেগামা’ ও অনুপম রায়ের প্রথম মিউজিক ভিডিও 'পুতুল আমি'-র। ঋদ্ধি আর সুরঙ্গনা ছাড়া মিউজিক ভিডিওতে যেন সূত্রধরের মতোই সাবলীল সুরে প্রেমের গল্প বাঁধলেন অনুপম।


সবসময়েই গল্প বলে অনুপম রায়ের গান। এখানেও তার ব্যতিক্রম নেই। পুরনো দিনের প্রেম নয়, এই গানে আধুনিক প্রেমের কথাই বলেছেন অনুপম। গল্পে সুরঙ্গনা পুতুল বানায়। সে অনবরত চেষ্টা করে তার স্বপ্নের পুরুষের একটা প্রতিকৃতি ফুটিয়ে তুলতে। অন্যদিকে তাঁর প্রেমে হাবুডুবু ঋদ্ধি। সুরঙ্গনার যে কোনও সমস্যায় তাকে সাহায্য করতে সবার আগে হাজির ঋদ্ধি। কিন্তু অন্য কারও প্রেমে মজে সুরঙ্গনা। বড় দেরি হয়ে যাচ্ছে ঋদ্ধির মনের কথা বুঝতে। আর সুরঙ্গনাকে অন্য কারও পাশে দেখে, ঋদ্ধির মনে জমাট অভিমান। ভিডিওতেই অনুপমের গলায় শোনা গেল, 'ছুঁড়ে ফেলে দে আমায়, কাছে টেনে নে আমায়.. পুতুল আমি।' ভালোবাসার দিনে মুক্তি পেল এই প্রেমের গান।


আরও পড়ুন: Belashuru: রেখায় সৌমিত্র-স্বাতীলেখা, প্রকাশ্যে 'বেলাশুরু'-র অভিনব মোশন পোস্টার


এই প্রথম মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন সুরঙ্গনা আর ঋদ্ধি। অনুপম রায় জানিয়েছেন, এই গানে এমনই একটা সম্পর্ককে তুলে ধরা হয়েছে যেখানে একজন অপরজনের জীবনে তার জায়গাটাই জানে না। তাই বারবার সম্পর্কে বা প্রেমে আঘাত পাচ্ছে সে। জীবন যেন পরিচালিত হচ্ছে অন্য কারও দেখা। জীবনের সুতো যেন অন্য কারও হাতে। এই গানের সাফল্য নিয়ে খুশি সারেগামাপা-র এমডি বিক্রম মেহতা।