West Bengal Live News: পাহাড়েও নিয়োগে দুর্নীতি ! পুলিশের এফআইআরে নাম টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর । ABP Ananda Live

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 11 Apr 2024 11:43 PM
WB News Live Updates: বর্ধমানে প্রচারে বেরিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

কেউ গ্রামছাড়া করলে, তাকে রাজ্যছাড়া করব। বর্ধমানে প্রচারে বেরিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। প্রচারে ঘোড়ায় চড়া নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থীকে। খেলেন ছোলা-গুড়। বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: ১০ দিন পর খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলের

১০ দিন পর খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপির পঞ্চায়েত সদস্যের ছেলের। পুরীর সমুদ্র সৈকত থেকে নাবালককে উদ্ধার করে নিয়ে এলেন পরিবারের সদস্যরা। নাবালকের খোঁজ মিললেও, ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়েছে পরিবার। একই দাবি জানানো হয়েছে বিজেপির তরফেও। তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পারিবারিক অশান্তির পরই পুরীতে ঘুরতে চলে যায় নাবালক, পাল্টা দাবি করেছে তৃণমূল। 

WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন জেলবন্দি শেখ শাহজাহান

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তকে স্বাগত জানালেন জেলবন্দি শেখ শাহজাহান। ব্যবহার করে দল ছুড়ে ফেলেছে বুঝতে পেরেই সুর বদল, সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতাকে এভাবেই কটাক্ষ করলেন অধীর চৌধুরী। কার্যত একই সুর শোনা গেল বিজেপি ও সিপিএমের গলাতেও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: শেখ শাহজাহান জেলে থাকলেও এখনও তাঁর বাহিনীর দাপট কমেনি, বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির বাসিন্দাদের একাংশের

শেখ শাহজাহান জেলে থাকলেও এখনও তাঁর বাহিনীর দাপট কমেনি। জবর দখল করা জমি ফেরত চাইলে মিলছে খুনের হুমকি। এমন সব বিস্ফোরক অভিযোগ করছেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তাঁরা। 

WB News Live Updates: ফের একবার কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ মুখ্য়মন্ত্রীর, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও

ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা। এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন, সব লোক ঢুকে যাবে। ফের একবার কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ মুখ্য়মন্ত্রীর। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিকে এজেন্সিকে আক্রমণ করতে গিয়ে, রাজ্য়ের ট্রাফিক পুলিশকেই কটাক্ষ করে বসলেন ফিরহাদ হাকিম!

West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোট অস্বীকার করলেও তৃণমূল প্রার্থীর মুখে জোট-কথা

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোট অস্বীকার করলেও তৃণমূল প্রার্থীর মুখে জোট-কথা। ইদের সকালে সিপিএম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে ইন্ডিয়া জোট স্মরণ করালেন অরূপ চক্রবর্তী। 'সৌজন্য তো বটেই, তাছাড়া ইন্ডিয়া জোটও তো আছে', বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তর সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীলকে হেফাজতে চায় সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীলকে হেফাজতে চায় সিবিআই। আলিপুরে বিশেষ সিবিআই আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। 'নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলকে নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে', অয়ন শীলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন সিবিআইয়ের। প্রেসিডেন্সি জেলবন্দি অয়ন শীলকে কাল আদালতে পেশ করা হবে। 

West Bengal News Live Updates: পাহাড়েও নিয়োগে দুর্নীতি ! পুলিশের এফআইআরে নাম রয়েছে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর

পাহাড়েও নিয়োগে দুর্নীতি, পুলিশের এফআইআরে নাম রয়েছে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তীর। এই নিয়োগ দুর্নীতি ইস্যুতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। এই এফআইআর তালিকায় নাম রয়েছে তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাঙ্গের। এছাড়াও নাম রয়েছে হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বসু এবং দেবলীনা দাস নামে আরও একজনের। নাম রয়েছে স্কুল শিক্ষা দফতরের ডিআই প্রাণগোবিন্দ সরকারেরও। হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতেই তড়িঘড়ি এফআইআর করেছে রাজ্য পুলিশ। 

WB News Live:মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোট অস্বীকার করলেও তৃণমূল প্রার্থীর মুখে জোট-কথা

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোট অস্বীকার করলেও তৃণমূল প্রার্থীর মুখে জোট-কথা। ইদের সকালে সিপিএম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে ইন্ডিয়া জোট স্মরণ করালেন অরূপ চক্রবর্তী। 

WB News Live Blog:উত্তরের পর দক্ষিণ । বিজেপির পাখির চোখ আসানসোলে আঘাত হানতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

উত্তরের পর দক্ষিণ । বিজেপির পাখির চোখ আসানসোলে আঘাত হানতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । 27 এপ্রিল আসানসোলের ঊষাগ্রাম বয়েজ স্কুল মাঠে জনসভা করবেন তিনি । আজ সেই মাঠ পরিদর্শন করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব  । উপস্থিত ছিল রাজ্যের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা।

WB News Live:এবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই রাজ্য পুলিশের এফআইআর

এবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই রাজ্য পুলিশের এফআইআর। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর রাজ্য পুলিশের। 

WB News Live Blog:মমতার কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান বিজেপির

জলপাইগুড়ির চালসা যাওয়ার পথে মমতাকে বিজেপির স্লোগান। মমতার কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান বিজেপির। চালসায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে সভা থেকে স্লোগান 

WB News Live:শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালির

শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালির। 'এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী। পুলিশকে নিয়ন্ত্রণ করছে শাসক দলের নেতারাই', পুলিশে ভরসা হারিয়ে এখন সিবিআইয়ের দিকেই তাকিয়ে বেড়মজুরের বাসিন্দারা। 

WB News Live Blog:হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা। এবার প্রমাণ দিতে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী

হুগলিতে ফের ধোঁয়া দেখালেন রচনা। এবার প্রমাণ দিতে চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল তৈরি করলেন হুগলির তৃণমূল প্রার্থী। ৪ মে-র পর আরও ধোঁয়া দেখা যাবে বলেও দাবি করলেন তিনি। এমনকি শিল্পবিমুখ সিঙ্গুর নিয়ে দিলেন সবুজায়নের ব্যাখ্যা। যদিও রচনার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বললেন, মানুষ সব দেখছে।

WB News Live:উত্তরের পর দক্ষিণ । বিজেপির পাখির চোখ আসানসোলে আঘাত হানতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

উত্তরের পর দক্ষিণ । বিজেপির পাখির চোখ আসানসোলে আঘাত হানতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । 27 এপ্রিল আসানসোলের ঊষাগ্রাম বয়েজ স্কুল মাঠে জনসভা করবেন তিনি । আজ সেই মাঠ পরিদর্শন করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব  । উপস্থিত ছিল রাজ্যের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর সহ পুলিশের বিভিন্ন আধিকারিকরা।

Lok Sabha Election 2024: ভাটপাড়ায় প্রচারে গিয়ে তীব্র অস্বস্তিতে পার্থ ভৌমিক

ভাটপাড়ায় প্রচারে গিয়ে তীব্র অস্বস্তিতে পার্থ ভৌমিক। তৃণমূল প্রার্থী পৌঁছতেই অর্জুন সিংহর নামে স্লোগান তৃণমূল কর্মীর। পার্থর সামনেই অর্জুন সিংহকে স্বাগত জানিয়ে স্লোগান

Mamata Banerjee: সিএএ এনআরসি নিয়ে অমিত শাহর আক্রমণের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

সিএএ এনআরসি নিয়ে অমিত শাহর আক্রমণের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি আমরা মানব না। যাঁদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁদেরই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা নাগরিক না হলে আপনি কীভাবে নাগরিক?', রেড রোডে ইদের মঞ্চ থেকে পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024: দিলীপ ঘোষের গাঁধীগিরি

দিলীপ ঘোষের গাঁধীগিরি। প্রচারে বেরিয়ে এবার সটান তৃণমূলের মঞ্চে গিয়ে চমকে দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলেন ভাষণও। বর্ধমানের তালিতে আজ ইদ উপলক্ষে জলসত্রের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। সেখানেই চলে যান দিলীপ ঘোষ। যদিও তাঁর দাবি, তৃণমূলের তরফেই সরবত খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সৌজন্য বিনিময় করে সম্প্রীতির বার্তাও দেন বিজেপি প্রার্থী।

Sandeshkhali Incident: শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালির

শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালির। 'এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী, পুলিশকে নিয়ন্ত্রণ করছে শাসক দলের নেতারাই। বিঘের পর বিঘে জমি দখল করে ভেড়ি তৈরি করেছে শেখ শাহজাহানের দল। ক্যাম্পে জানিয়েও মিলছে না সুরাহা। নিজের জমি ফেরত পেতে চাইলেও টাকা চাইছে শঙ্কর সর্দাররা। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির বেড়মজুরের বাসিন্দাদের।

Bhupatinagar Incident: NIA আধিকারিকের মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়েছে পুলিশকে, জানাল এনআইএ

ভূপতিনগরকাণ্ডে আহত NIA আধিকারিকের মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পুলিশকে পাঠানো হয়েছে বলে NIA সূত্রে দাবি। ১১ এপ্রিলের মধ্যে এই মেডিক্যাল রিপোর্ট পাঠাতে বলেছিল ভূপতিনগর থানার পুলিশ। NIA সূত্রে দাবি, গতকাল রাতেই আহত NIA আধিকারিকের মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পুলিশকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

Parliament Election 2024: ভোটের ময়দানে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়

ভোটের ময়দানে যুযুধান দুই প্রার্থীর দেখা হল ইদের অনুষ্ঠানে। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হল। এই সৌজন্যের ছবি দেখা গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। বাঁকুড়া শহরে ইদের অনুষ্ঠানে মুখোমুখি হলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। একে অন্যকে জড়িয়েও ধরলেন তাঁরা। সিপিএম প্রার্থী জানিয়েছেন, শিবির আলাদা হলেও সৌজন্যের রাজনীতিই কাম্য। অন্যদিকে, ইন্ডিয়া জোটের উদাহরণ দিয়েছেন তৃণমূল প্রার্থী।

Lok Sabha Election 2024: ইদের সকালে কামারহাটিতে সৌজন্যের ছবি, পাশাপাশি সুজন-সৌগত

ইদের সকালে কামারহাটিতে সৌজন্যের ছবি। একসঙ্গে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। সৌগতর সঙ্গে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। অন্যদিকে, সুজনের সঙ্গী হয়েছিলেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। 

Sandeshkhali Incident: সন্দেশখালির তদন্ত CBI করলে ভাল হবে: শেখ শাহজাহান

সন্দেশখালির তদন্ত CBI করলে ভাল হবে। ED তদন্ত করছে, ওরাও ভাল করছে। সন্দেশখালি নিয়ে হাইকোর্টের CBI-তদন্তের নির্দেশের প্রেক্ষিতে দুই কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনা গেল শেখ শাহজাহানের মুখে। এদিন মেডিক্যাল পরীক্ষার জন্য সল্টলেকের CGO কমপ্লেক্স থেকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই মন্তব্য করেন শেখ শাহজাহান।

Building Collapse: পুরনো বাড়ির দেওয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্য়ু

গার্ডেনরিচ, বিরাটির পর, হুগলির নবগ্রাম। এবার পুরনো বাড়ির দেওয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্য়ু হল। আহত হয়েছেন আরও ২ শ্রমিক। উত্তরপাড়া থানা এলাকার নবগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের গ্রামেই আজ সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পুরনো বাড়ির পাশেই তৈরি হচ্ছিল বহুতল। খা পাশের বাড়ির দেওয়াল ঘেঁসে রাখা ছিল নির্মীয়মাণ বহুতলের ইমারতি সামগ্রী। স্থানীয়দের দাবি, নিরাপত্তা ছাড়াই বহুতল তৈরির কাজ চলছিল। পুরনো বাড়ির দেওয়াল ধসে চাপা পড়েন ৩ শ্রমিক। একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরপাড়া 
থানার পুলিশ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Baranagar By Election 2024: বাম ও তৃণমূল প্রার্থীর সৌজন্য বিনিয়মে কটাক্ষ বিজেপি প্রার্থীর

তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘুরে যাওয়ার পর, এবার বরানগরের আলমবাজারে ভোটের প্রচারে সজল ঘোষ। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় ঘোষের সৌজন্য বিনিময়কে কটাক্ষ করেছেন বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই এবার প্রার্থী দিয়েছে সিপিএম, দাবি সজল ঘোষের। বরানগরে উন্নয়ন হয়নি, তবে সেই দোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক তাপস রায়ের ঘাড়ে চাপাতে রাজি নন সজল। বিজেপি প্রার্থী এর জন্য নিশানা করেছেন শাসকদলকে। ভোটে জিতলে বরানগরের উন্নয়নের আশ্বাস দিয়েছেন সজল। 

Lok Sabha Election 2024: বিজেপির পতাকা, ফেস্টুন ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা কাঁথিতে

বিজেপির পতাকা, ফেস্টুন ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ নম্বর ব্লকের ভাজাচাউলি এলাকায়। এক বিজেপি কর্মীর দোকান জ্বালিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের পাল্টা দাবি, বিজেপির জনসমর্থন নেই বলে নিজেরাই এই কাজ করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই ঘটনা উত্তর কাঁথি বিধানসভা এলাকার। যার বিধায়ক বিজেপির সুমিতা সিন্হা। 

Baranagar By Election 2024: বরানগরের আলমবাজারে প্রচারে বিজেপি প্রার্থী সজল ঘোষ

বরানগরের আলমবাজারে প্রচারে বিজেপি প্রার্থী সজল ঘোষ।

WB News Live: গুড়-বাতাসার পাল্টা দাওয়াই এবার গুড়-ছোলা?

কেউ গ্রামছাড়া করলে, তাকে রাজ্যছাড়া করব। বর্ধমানে গিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভার নাড়ি এলাকায় প্রাতর্ভ্রমণে বেরোন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপের সামনে এক বিজেপি কর্মী দাবি করেন, গতবার ভোটের পর তাঁকে ঘরছাড়া করা হয়। বিজেপি প্রার্থীর পরামর্শ, এবার আগেভাগে বলতে শুরু করুন, ভোটের পর যাতে ওদের ঘর ছাড়তে না হয়, তার ব্যবস্থা করতে। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুড়-ছোলা খান দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসার পাল্টা দাওয়াই এবার গুড়-ছোলা? দিলীপের জবাব, পাল্টা তো জনগণ দিয়েছে। আমরা জনগণের শক্তি বাড়াতে গুড়-ছোলা খাই। 

WB News Live: গুড়-বাতাসার পাল্টা দাওয়াই এবার গুড়-ছোলা?

কেউ গ্রামছাড়া করলে, তাকে রাজ্যছাড়া করব। বর্ধমানে গিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভার নাড়ি এলাকায় প্রাতর্ভ্রমণে বেরোন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপের সামনে এক বিজেপি কর্মী দাবি করেন, গতবার ভোটের পর তাঁকে ঘরছাড়া করা হয়। বিজেপি প্রার্থীর পরামর্শ, এবার আগেভাগে বলতে শুরু করুন, ভোটের পর যাতে ওদের ঘর ছাড়তে না হয়, তার ব্যবস্থা করতে। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুড়-ছোলা খান দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসার পাল্টা দাওয়াই এবার গুড়-ছোলা? দিলীপের জবাব, পাল্টা তো জনগণ দিয়েছে। আমরা জনগণের শক্তি বাড়াতে গুড়-ছোলা খাই। 

Weather Update: সকাল থেকে আকাশ মেঘলা, ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি

সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়লে ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। রাজ্যজুড়ে ৩-৫ ডিগ্রি চড়তে পারে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬। এর মধ্যেই বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইদের দিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের ৫ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

Baranagar By Election 2024: নির্বাচনী প্রচারে মুখোমুখি সিপিএম ও বিজেপি প্রার্থী

আলমবাজারের জামা মসজিদে দু’জনেই এসেছিলেন ইদের শুভেচ্ছা জানাতে। সেখানেই মুখোমুখি হলেন বরানগর উপনির্বাচনের সিপিএম ও তৃণমূল প্রার্থী। ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা জানানোর ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। 

WB News Live: ভূপতিনগরে NIA আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ বিচারপতির

একদিকে সন্দেশখালিকাণ্ডের সার্বিক তদন্তভার CBI-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। অন্য়দিকে ভূপতিনগরে NIA আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় কার্যত বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি!

Sandeshkhali Incident: দক্ষিণের সন্দেশখালির আঁচ পৌঁছে গেল উত্তরেও

দক্ষিণের সন্দেশখালির আঁচ পৌঁছে গেল উত্তরেও। সন্দেশখালিতে মহিলাদের অত্যাচারের অভিযোগকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার কৌশল নিল বিজেপি। গতকাল জলপাইগুড়ির মালবাজারে শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালির ৯ জন আন্দোলনকারী। শুভেন্দু অধিকারীর রাজগঞ্জের সভাতেও উপস্থিত ছিলেন সন্দেশখালির আন্দোলনকারীরা। 

WB News Live: বাংলায় ৩০টা আসন জয়ের টার্গেট অমিত শাহর

৩৫-এর পর এবার লোকসভা ভোটে বাংলায় ৩০টা আসন জয়ের টার্গেট বেধে দিলেন অমিত শাহ। বিজেপিকে ৩০টি আসন দিন। বাংলায় বিজেপির সরকার এনে দিন, এখানে একটাও অনুপ্রবেশ হবে না। বঙ্গে প্রথম প্রচার সভায় মন্তব্য় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

WB News Live: শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত ২,আহত ১০

উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত ২,আহত ১০। শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কের ফকির পাড়ার কাছে দুর্ঘটনা।
নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে পরে আরও একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ ২টি গাড়ি দুটিকে আটক করেছে। ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। 

Dengue Situation: ডেঙ্গি মোকাবিলায় তৎপর হতে পরামর্শ চিকিৎসকদের 

গত বছর ১ লক্ষ পেরিয়েছিল রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বছর ঘোরার পর মানল রাজ্য় স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের জরুরি বৈঠকে পেশ করা পরিসংখ্য়ান অনুযায়ী গত বছর মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ছিল ১ লক্ষ ১ হাজার ৭৪ জন। এই পরিস্থিতিতে চলতি বছরে এখন থেকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।  

West Bengal Live News: ভোটের আগে হাওড়ায় ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার

ভোটের আগে হাওড়ায় ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার। গোলাবাড়িতে নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত ৫৯ লক্ষ টাকা। গাড়ি থেকে দু'ব্যাগ ভর্তি ৫৯ লক্ষ টাকা উদ্ধার, আটক মধ্যপ্রদেশের ২ ব্যক্তি। কোথায়, কেন নগদ এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সদুত্তর না দিতে পারায় আটক, জানাল পুলিশ।

WB News Live: সন্দেশখালিকাণ্ডে আদালতে ধাক্কা রাজ্য সরকারের

সন্দেশখালিকাণ্ডে আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। সন্দেশখালির সব মামলার তদন্তভার CBI-কে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নজিরবিহীন নির্দেশে আদালত জানিয়েছে, সন্দেশখালির সাধারণ মানুষ সরসারি CBI-কে অভিযোগ জানাবে। এর জন্য পোর্টাল তৈরি করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তের স্বার্থে যে কোনও ব্যক্তিকে ডাকতে পারবে সিবিআই। 

প্রেক্ষাপট

High Court: ভোটের মুখে হাইকোর্টে একদিনে রাজ্যের জোড়া ধাক্কা। সন্দেশখালির সব মামলার তদন্তে সিবিআই। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ। 


Sandeshkhali CBI: সন্দেশখালিকাণ্ডের তদন্তে কার্যত আর কোনও ভূমিকাই থাকল না পুলিশের। ধর্ষণ থেকে জমি দখল। সব অভিযোগের তদন্তে এবার সিবিআই। সন্দেশখালিতে জোর ধাক্কা রাজ্যের। সিবিআইকে ওপেন হ্যান্ড হাইকোর্টের। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলবের অনুমতি। ২ মে রিপোর্ট পেশ।


High Court on Sandeshkhali: সিবিআইকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির বাসিন্দারা। পোর্টালের তৈরির নির্দেশ হাইকোর্টের। প্রচার করবেন ডিএম, নিরাপত্তায় পুলিশ। আলো-ক্যামেরা বসাবে পঞ্চায়েত।


Amit Shah:'মন ভোট দেবেন, যাতে কারেন্ট লাগে মমতার', সন্দেশখালির দোষীদের বাঁচাতে তোষণের রাজনীতির অভিযোগ অমিত শাহর। মণিপুর নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূল।


NIA in Bhupatinagar: ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ হাইকোর্টের। গ্রেফতার করা যাবে না কোনও অফিসারকে। প্রয়োজনে ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদ। রাখতে হবে ফুটেজ। ৭২ ঘণ্টা আগে দিতে হবে নোটিস। 


High Court on Bhupatinagar: ভূপতিনগরকাণ্ডে অভিযুক্তের স্ত্রীর অভিযোগে এনআইএ-র বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা। এনআইএ-র অভিযোগে সামান্য আঘাতের ধারা? পুলিশকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারপতির।


Mamata Banerjee on CAA: সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা। নির্ভয়ে আবেদন করুন, বঙ্গে এসে আশ্বাস অমিত শাহর। ভোটার তালিকায় যাদের নাম, তাঁরা তো আগে থেকেই নাগরিক, পাল্টা তৃণমূল। 


Lok Sabha Election 2024: ভোটের আগে ফের তপ্ত মুর্শিদাবাদ। খড়গ্রামের পর রেজিনগর। দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের দ্বন্দ্বে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। নাবালক-সহ জখম ৬। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.