রুমা পাল, কলকাতা: আগামী ১৩ জুন আয়োজিত হতে চলা নেতাজি ইন্ডোরে প্রধানমন্ত্রীর রোজগার মেলা অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়েছে।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই কারণেই ১৩ জুন রোজগার মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে (Rojgar Mela)।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে রাজ্যে। তাতে রোজগার মেলার আয়োজন হতে দেওয়া সম্ভব নয়। কারম বিভিন্ন জায়গা থেকে লোক এসে জমা হবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে নির্বাচন মিটলে ফের রোজগার মেলার আয়োজন করা যাবে বলে জানিয়েছে কমিশন।
১৩ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রোজগার মেলার আয়োজন হওয়ার কথা ছিল। এমনকি বঙ্গসফরে এসে প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদি ওই রোজডগার মেলায় অংশ নিতে পারেন বলেও শোনা যায় আগে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই রোজগার মেলা বিজেপি-র প্রচারের পালে আরও হাওয়া জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ায় সেই মেলা বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।
এই রোজগার মেলা নিয়ে আগাগোড়াই বিজেপি-কে নিশানা করে আসছিল তৃণমূল। নির্বাচনের আগে জায়গায় জায়গায় রোজগার মেলার নামে লোক জড়ো করা হলেও, নিটফল শূন্য বলে মত অবিজেপি শিবিরের বড় অংশের। এ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষও করেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। দেশে বেকারত্বের হারের সঙ্গে রোজগার মেলা নিয়ে সরকার-প্রদত্ত পরিসংখ্যান সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি।
দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়েছে। নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে। তাতে আগামী ৮ জুলাই, একদফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানানো হয়েছে। ৯ জুন থেকে সেই মর্মে মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে। চালু হয়ে গিয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধিও।
তবে বার বার নানা কারণে পিছনোর পর, আচমকা পঞ্চায়েত নির্বাচনের এই নির্ঘণ্ট প্রকাশ নিয়েও বিতর্ক দানা বেধেছে। বিরোধীদের অভিযোগ, সর্বদল বৈঠক না করেই নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করা হয়েছে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিরোধীরা যাতে সর্বত্র মনোনয়ন জমা দিতে না পারেন, তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে বলে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন বিরোধী শিবিরের নেতারা।