কলকাতা: সপ্তাহান্তে সামান্য় বাড়ল তাপমাত্রা। শুক্রবারের থেকে ১ ডিগ্রি বাড়ল পারদ (WB Weather Updates)। শনিবার কলকাতার (Kolkata Weather Updates) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। তবে এ দিনও শহর কলকাতা সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল (Kolkata Fog)। তার জেরে দৃশ্যমানতাও ছিল অত্যন্ত কম। 


এ দিনও শহর কলকাতা সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল


এর আগে, বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও, একধাক্কায় কলকাতার তাপমাত্রা অনেকটাই নেমে আসে। শুক্রবারই শহর কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা, ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেই অবস্থা থেকে এ দিন তাপমাত্রার পারদ গিয়ে ঠেকল ১৪ ডিগ্রিতে। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও, ঠান্ডা হাওয়ার দাপট থাকবে শহরে। তবে তা কাঁপুনি ধরানোর মতো হবে না ঠান্ডা। বরং বেলার দিকে কুয়াশা ভাব কেটে রোদের দেখা মিলেছে। এমন ঠান্ডা-গরমে শহরবাসীকে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে জ্বর-সর্দির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তাঁরা। তাই খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শও দিচ্ছেন চিকিৎসকদের একাংশ।


কলকাতায় তাপমাত্রার এমন ওঠাপড়ায় আরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। তাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার হারও বাড়তে পারে। আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শনিবার শহরের আপেক্ষিক আর্দ্রতার হার ৭৭ শতাংশের আশেপাশে থাকবে। তাতে অস্বস্তি বোধ করতে পারেন শহরবাসী। 


আরও পড়ুন: Hooghly News: রবি থেকে সোম ট্রেন চলাচল বন্ধ হাওড়া-তারকেশ্বর রুটে, কোথায় কত ক্ষণ বিঘ্ন পরিষেবায়, জানুন বিশদ


কলকাতায় তাপমাত্রার এমন ওঠাপড়ায় আরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ


এ দিন সকালের দিকে কলকাতার আকাশ কুয়াশাবৃত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পর্দা সরে যায়। উঁকি দেয় নরম রোদ। যদিও ক.য়েক দিন আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, শনিবারের পর তাপমাত্রা একটু একটু করে বাড়তে পারে। তাতে কমতে পারে শীতের প্রভাব। শনিবার সকাল থেকেই মোটামুটি তা অনুভূত হচ্ছে।