কলকাতা: প্রকাশিত মাধ্যমিকের ফল (Madhyamik 2024)। এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুলরে ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩।                               

  


প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড়: ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। মাধ্য়মিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় কোচবিহারের রামভোলা হাইস্কুলরে ছাত্র। ফলপ্রকাশের পর চন্দ্রচূড় জানিয়েছে চিকিৎসক হতে চায় সে।                         


মেধাতালিকায় জয়জয়কার জেলার:  এবারও টেক্কা জেলার। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। এবছর মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে জয়জয়কার জেলার।                    


একনজরে স্থানাধিকারীরা:                    



  • দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর ৬৯২

  • মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ 
    ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল

  • চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের তপোজ্যোতি মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯০

  • ৬৮৯ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক

  • দশম স্থানে রয়েছে ১৮ জন। 


মাধ্যমিকের ফল দেখুন এক ক্লিকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WB Board Madhyamik Result 2024: প্রকাশিত হল মাধ্যমিকের ফল



Education Loan Information:

Calculate Education Loan EMI