SSC Exam Calendar 2022: ২০২১-২২ সালের টায়ার ১ ও কম্পিউটার বেস এক্সামিনেশনস (CBE)-র সম্ভাব্য পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল Staff Selection Commission (SSC)। পরীক্ষার তারিখ https://ssc.nic.in.-এ দেখা যাবে। শুক্রবার এই এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে কমিশন।
SSC Exam Calendar 2022: এক ক্যালেন্ডারেই পেয়ে যাবেন সবকিছু। আগামী বছরের পরীক্ষার দিন প্রকাশ করে দিল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। এই সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছে CGL, CHSL, MTS, Stenographer C & D, GD constable পরীক্ষার সময়। মূলত টায়ার ওয়ান ও কম্পিউটার বেস এক্সামিনেশনস (CBE)-র সূচি প্রকাশ করেছে কমিশন।
ক্যালেন্ডার বলছে, SSC-র পরীক্ষা ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের জুনের মধ্যে হবে। এই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া SSC 2021 CGL tier I ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে। পরবর্তীকালে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে SSC CHSL Tier I 2022-এর রেজিস্ট্রেশন হবে। প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে, এইসব পরীক্ষা ২০২২-২৩ এর মধ্যে অনুষ্ঠিত হবে। বছরের বাকি দিনগুলিতে কোনও CBE বা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPFs), NIA, SSF রাইফেলম্যানের (GD) কনস্টেবল (GD)ও আসাম রাইফেলস-এর ২০২২ সালের পরীক্ষা ২০২৩ সালের জুন মাসে হবে।
SSC tentative exam calendar for 2021-22:
Combined Graduate Level Examination, 2021 (Tier I, CBE)- পরীক্ষা হবে এপ্রিলের ২২ তারিখ। ২৩ জানুয়ারি ২০২২ আবেদনের শেষ তারিখ।
Combined Higher Secondary (10+2) Level Examination, 2021 (Tier I, CBSE)- পরীক্ষা হবে ২২ মে। আবেদনের শেষ তারিখ ২০২২ সালের ৩ মার্চ।
Multi-Tasking (Non-Technical) Staff Examination, 2021 (Tier I, CBE)-পরীক্ষা হবে ২২ জুন। আবেদনের শেষ তারিখ ২০২২ সালের ৩০ এপ্রিল।
এই ক্যালেন্ডারের বিষয়ে বিস্তারিত জানতে https://ssc.nic.in. -এ যোগাযোগ করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI