কলকাতা: ১৭ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ (WBJEE Result 2022)। শুক্রবার দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করবে বোর্ড। বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 


প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল


শুক্রবার প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড (Joint Entrance Result)। 


রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, শুক্রবার, দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করা হবে।  বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড । যে যে ওয়েবসাইটে ফল দেখা যাবে, সেগুলি হল— www.wbjeeb.nic.in, www.wbjeeb.in।


আরও পড়ুন: Internet Shutdown : হাওড়ার পর মুর্শিদাবাদ জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ


গত ৩০ এপ্রিল অফলাইন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, এ বার প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করা হবে। 


কী ভাবে ফল দেখবেন


wbjeeb.nic.in-এর গিয়ে হোমপেজে Result-এর উপর ক্লিক করুন। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit-এ ক্লিক করতে হবে। তাতেই WBJEE-র ফল ভেসে উঠবে স্ক্রিনে। রেজাল্ট ডাউনলোড করে নেওয়া যাবে। ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রিন্ট আউটও বার করে নিতে পারেন।


রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ জানিয়েছেন, এনলাইম রেজাল্ট বার করার সময় কিছু বিষয়ে নজর দিতে হবে পড়ুয়াদের।


• নামের বানান ঠিক আছে কিনা, দেখে নিতে হবে।


• রেল নম্বর ঠিকঠাক লেখা রয়েছে কিনা, দেখে নিতে হবে পড়ুয়াদের।


• পরীক্ষার্থীর লিঙ্গের সঠিক উল্লেখ রয়েছে কিনা। 


• পরীক্ষার্থী কোন ক্যাটেগরিতে পড়ছেন।


• পরীক্ষার্থীর জন্মের তারিখ এবং সাল।


• পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে প্রাপ্ত নম্বর।


• মোট প্রাপ্ত নম্বর।


• WBJEE 2022-তে কোন কত নম্বর স্থানে রয়েছে নাম।