WBJEE Result 2022 Declared: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম ও দ্বিতীয় স্থানে দুই হিমাংশু, মেধাতালিকায় এক মেয়ে

WBJEE Result 2022: প্রথম ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন আইসিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

Continues below advertisement

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE Result 2022) ফল। তাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার মতোই প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর নাম এক। প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী, দু'জনের নামই হিমাংশু শেখর। প্রথম হওয়া হিমাংশু ব্যারাকপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানাধিকারী হিমাংশু শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুলে পাঠরত। 

Continues below advertisement

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল

এ ছাড়াও  প্রথম দশে যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, তৃতীয় স্থানাধিকারী সপ্তর্ষি মুখোপাধ্যায়। তিনি ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র। চতুর্থ স্থানাধিকারী জাহ্নবী শ'। তিনি সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী। মেয়েদের মধ্যে প্রথম জাহ্নবী। পঞ্চম স্থানাধিকারী কৌস্তভ চৌধুরী। তিনি কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র। 

ষষ্ঠ স্থানে রয়েছেন সৌম্যপ্রভ দে। তিনি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলের ছাত্র। সপ্তম স্থানাধিকারী দেবরাজ কর্মকার জামশেদপুরের ডিবিএমএস কদমা হাইস্কুলে পাঠরত। অষ্টম স্থানাধিকারী অগ্নিভ্র দে সাউথ পয়েন্টের ছাত্র। নবম স্থানাধিকারী অয়ন অধিকারী ক্যালকাটা বয়েজ স্কুলে পড়েন। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় দশম স্থানে রয়েছেন। তিনি ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র।


জাহ্নবী শ'

আরও পড়ুন: WBJEE Result 2022: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফল

এ বারে মেধাতালিকার প্রথম দশ জনের মধ্যে প্রথম ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন আইসিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। তবে শতাংশের হিসেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারাই এগিয়ে।

শতাংশের হিসেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারাই এগিয়ে

এ বারে পরীক্ষার ৪৮ দিনের মাথায় আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হল। গত বারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনলাইন কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হবে। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সিলের তিনটি রাউন্ড শেষ হবে। এ বার জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন। এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন।
পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। ফল দেখা যাবে  wbjeeb.nic.in ওয়েবসাইটে।

Continues below advertisement
Sponsored Links by Taboola