নয়া দিল্লি: শীতের রেশ এখনও কিছুটা আছে পশ্চিমবঙ্গে (West Bengal)। পিছিয়ে নেই উত্তরের রাজ্যগুলিও। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) এখনও তুষারপাত (Snowfall) জারি রয়েছে। উত্তরবঙ্গেও (North Bengal) এখনও শীতের আমেজ রয়েছে পুরোদস্তুর। আবহবিদরা জানিয়েছেন, বেশ কিছু বছর পর এমন ঠান্ডার দাপট রয়েছে এতদিন ধরে। তবে এবার গরমও পড়বে তেমনই, এমনই আশঙ্কার কথা জানিয়েছে মৌসম ভবন।                           

  


শুক্রবার মৌসম ভবনের তরফে বলা হয়, এ বছর ভারতে গরমের দাপট বাড়বে অনেকটাই। এল নিনোর প্রভাব থাকবে মে মাস পর্যন্ত। তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক - এবং মহারাষ্ট্র ও ওড়িশার অনেক অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহ হবে, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। 


তাপপ্রবাহের পাশাপাশি মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি যেমন বহাল থাকবে তেমনই বৃষ্টিও হবে প্রত্যাশার চেয়ে বেশি হবে। IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র একটি প্রেস কনফারেন্সে বলেছেন, ভারত মার্চ থেকে মে সময়ের মধ্যে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখতে চলেছে। 


আরও পড়ুন, হার্ট বন্ধ হওয়ার ৫০ মিনিট পর জেগে উঠল 'মৃতদেহ'! আকস্মিক ঘটনায় হতবাক চিকিৎসকরা


মৌসম ভবনের তরফে এও বলা হয়েছে, এল নিনোর জেরে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে এ বছর আবহাওয়ার সবকিছুই চরমতম জায়গায় পৌঁছেছে। আইএমডি প্রধান আরও বলেছেন যে ভারতে ফেব্রুয়ারিতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা ১৯০১ সালের পর মাসে দ্বিতীয় সর্বোচ্চ।                                                                                                    


ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং তার বাইরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের জেরে ফেব্রুয়ারিতে পশ্চিম হিমালয় রাজ্যের আবহাওয়াকে প্রভাবিত করেছে বলে জানান হয়েছে মৌসম ভবনের তরফে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে