সঞ্চয়ন মিত্র, কলকাতা : হালকা আমেজ এলেও তার দেখা নেই। আসবে আসবে করেও ধরা যেন এখনই দিতে নারাজ শীত (Winter)। এর মাঝেই আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ে দিল, রাজ্যে এখনই জাঁকিয়ে শীত পড়বে না। পাশাপাশি তারা জানিয়েছে, জানিয়ে দিল । চলতি সপ্তাহে তাপমাত্রারও (Temparature) খুব বেশি হেরফের হবে না। তবে সকাল-সন্ধে হালকা ঠান্ডার আমেজ পাবে বঙ্গবাসী (West Bengal Weather)। 


সপ্তাহ শেষে নামতে পারে তাপমাত্রা


আবহাওয়া দফতর জানিয়ছে, বঙ্গে শীত আসতে অনেক দেরি। পাশাপাশি তারা জানাচ্ছে, বুধবার, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও তার প্রভাব এরাজ্যে তেমন পড়বে না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে সামান্য নামতে পারে তাপমাত্রার পারদ। এখনই জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার আমেজ থাকবে জেলায়।


ফের নিম্নচাপ


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এদিকে, অক্টোবরে শীতলতম দিনের রেকর্ড গড়ার পর, রবিবার কুড়ির ঘরে কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। 


আরও পড়ুন- নদিয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, নজরে কৃষ্ণনগরে জনসভার বার্তা, যোগ শান্তিপুর রাস উৎসবেও


উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।