সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢোকার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় শীতের কাঁপুনি (Weather Updates)। যেখানে পাহাড়ে কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে পানাগড়ের (Panagarh News) তাপমাত্রা ১১ দশমিক ৮। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কিছু পরিবর্তন হবে না।

  


আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কিছু পরিবর্তন হবে না


কালিম্পংকে ঠান্ডায় টেক্কা পানাগড়ের। পাহাড়ের কোলের কালিম্পংয়ের থেকে দক্ষিণবঙ্গের সমতলে পানাগড়ের দূরত্ব ৫৮২ কিলোমিটারের বেশি।  কিন্তু, মঙ্গলবার কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ১১ দশমিক ৮।   


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘পার্থর বাড়িতে অর্পিতার নামে দলিল, তাহলে দিলীপের বাড়িতে তল্লাশি নয় কেন’, প্রশ্ন তুললেন অভিষেক


শুধু উত্তরবঙ্গ নয়, পারদ পতনের জেরে কাঁপতে শুরু করেছে দক্ষিণবঙ্গের অনেক জেলাও।  আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার রাজ্যের মধ্যে তাপমাত্রা সবথেকে কম দার্জিলিঙে। সেখানে তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 


আবার বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫। পুরুলিয়ার তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। নতুন করে পারদ পতনের সম্ভাবনা খুব একটা নেই। 


কালিম্পংকে ঠান্ডায় টেক্কা পানাগড়ের


উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢোকার ফলেই দক্ষিণবঙ্গে কাঁপুনি ধরতে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। 


তবে পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সোমবারই কলকাতায় একধাক্কায় ১৮-র ঘরে নামে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। গতকাল আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা কুড়ির নীচে থাকবে। জেলাগুলিতে পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে।


পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকে নজর রাখছেন আবহবিদরা। তবে এই মুহূর্তে শহর কলকাতায় শীতের আমেজ ভালই অনুভূত হচ্ছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শীতের প্রভাব বেশে রয়েছে।