সঞ্চয়ন মিত্র, কলকাতা : অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর । কলকাতার আবহাওয়া আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। তবে দেরিতে হলেও বর্ষা ঢোকার খবরেই মিলেছে স্বস্তি।
| দিন | সর্বনিম্নতাপমাত্রা | সর্বোচ্চতাপমাত্রা | আবহাওয়া |
|---|---|---|---|
| 13-Jun | 29.0 | 35.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 14-Jun | 29.0 | 35.0 | আংশিক মেঘলা আকাশ |
| 15-Jun | 29.0 | 35.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 16-Jun | 28.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 17-Jun | 28.0 | 32.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 18-Jun | 27.0 | 31.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
| 19-Jun | 27.0 | 32.0 | আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে, বালুরঘাট পেরিয়ে মালদার দিকে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মালদা পেরোলেই, দক্ষিণে ঢুকবে বর্ষা।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছুটা অংশে ভারী বৃষ্টি হতে পারে।