ঝিলম করঞ্জাই, কলকাতা : শেষ জৈষ্ঠ্যে গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ ( South Bengal Weather ) , অন্যদিকে উত্তরবঙ্গ ( North Bengal Weather ) ভাসছে। এরই মধ্যে বর্ষাগমনের খুশির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকাল থেকেই ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল কলকাতা। চরম গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এই মুহূর্তে স্বস্তি মিলবে না। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন কলকাতা শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আগামী সপ্তাহের মাঝের সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার, এই ৩ জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। কোচবিহার ও দার্জিলিঙে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে দুই দিনাজপুর ও মালদায়। দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা।
এতদিন উত্তরবঙ্গে থমকে ছিল বর্ষা। এবার মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই সপ্তাহে তাপপ্রবাহ চলবে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এর পাশাপাশি, কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। এদিকে, জল বেড়ে চলায় ফুঁসছে তিস্তা। কালিম্পঙের কালীঝোরা থেকে তিস্তাবাজার যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রাস্তায় ভারী যান চলাচল বন্ধ। রাস্তার একাধিক জায়গায় ধরেছে ফাটল।
রাস্তা মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন সেতু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স, গরুবাথান, লাভা, লোলেগাঁওয়ের রাস্তা দিয়ে সিকিমে গাড়ি যাতায়াত করছে। সিকিমেও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। গত বছরও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল সিকিম।
কলকাতায় তাপমান
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৮৫ শতাংশ।
ভিনরাজ্যে
আসাম এবং মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা শনিবার ও সোমবার। উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবারেও প্রবল বৃষ্টির আশঙ্কা। আগামী ২৪ ঘন্টায় উড়িষ্যাতেও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি এবং রবি ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা।
অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা পন্ডিচেরি রায়েলসীমা এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন