ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।
Kolkata News:আকাশের মুখভার, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
ABP Ananda | Payel Mazumder | 01 Apr 2023 11:17 AM (IST)
Weather Of Kolkata: আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ডিগ্রি সেলসিয়াস।
আকাশের মুখভার, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?