গৌতম মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগণা : বঙ্গোপসাগরে ( Bay Of Bengal ) তৈরি হওয়া নিম্নচাপের ( Depression ) জেরে মঙ্গল ও বুধবার দুর্যোগের ইঙ্গিত উপকূলবর্তী এলাকা। উথাল-পাথাল বইবে হাওয়া। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


ডুবল মৎস্যজীবী ট্রলার


 এরই মধ্যে দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে আবারও ডুবল মৎস্যজীবী ট্রলার। আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার গভীর রাতে ঘাটে ফিরছিল এফবি গঙ্গাময়ী নামের ট্রলারটি। সেইসময় পাথরপ্রতিমার সীতারামপুর থেকে আরও ২৫ কিলোমিটার গভীরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় ট্রলারটি। ট্রলারে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। ডুবন্ত টলার থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকে মৎস্যজীবীরা। সেই সময় পাশের একটি ট্রলার ওই ১৭ জনকে উদ্ধার করে। উদ্ধার মৎস্যজীবীদের কাকদ্বীপে নিয়ে আসা হয়।

ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য আরও ট্রলার পাঠানো হয়েছে। গত ৫ দিন আগে কাকদ্বীপ ঘাট থেকে ইলিশ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল এই ট্রলারটি। কয়েকদিন ইলিশ ধরার পর আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে ঘাটে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।


ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরে হাজার হাজার ট্রলার ঘাটে ফিরে এসেছে। ইলিশ ধরার মরশুমের মধ্যে এই দুর্যোগের ফলে বেশ লোকসানের মুখে পড়তে চলেছে মৎস্যজীবীরা। অন্যদিকে জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে দমকা বাতাস বইছে। পূর্ণিমার কোটাল থাকায় নদী ও সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় সুন্দরবনের বেহাল নদী ও সমুদ্র বাঁধ উপচে আবারও লোকালয়ে জল ঢোকার আশঙ্কা আছে। দুর্যোগের জেরে শঙ্কিত সুন্দরবনবাসী। 

মাত্র কয়েকদিন আগেই গঙ্গাসাগরে  ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে ৮ জন মৎস্যজীবী ছিলেন। প্রায় ১০ ঘণ্টা পর সবাইকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ৮ জনকেই ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার মাছ ধরার জন্য় শীতলা নামে একটি ট্রলারে করে গভীর সমুদ্রে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। কিন্তু প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় ট্রলারটি। একটি ড্রাম ধরে জলে ভাসতে থাকেন ৮ মৎস্যজীবী। প্রায় ১০ ঘণ্টা পর মা মনসা নামে অন্য একটি ট্রলার দেখতে পেয়ে তাঁদেরকে উদ্ধার করে।  


আরও পড়ুন :


দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দাম ? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial