কলকাতা : কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunder-Storm and Rain)। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কলকাতায় অবতরণ করতে পারল না ৪টি বিমান। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) কাছে এসেও ফিরে যেতে হল বিমানগুলিকে। মুষলধারে বৃষ্টি ও ঝড়ের জন্য অবতরণে সমস্যা হওয়ায় ফেরানো হল ৪টি বিমানকে। 


এদিকে দুপুর গড়াতেই রাজ্যের বিভিন্ন জায়গা কালো মেঘে ছেয়ে যায়। ওঠে ঝড়। নদিয়ার কল্যাণী থানার সগুনা ও গয়েশপুর এলাকায় দুপুরে কালো মেঘ করে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের আঘাতে একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে গিয়েছে একাধিক গাছ। হাওয়ার ধাক্কায় কোনও কোনও বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে সগুনা এলাকায়। নদিয়ার গয়েশপুরেও হাওয়ার দাপট দেখা গিয়েছে। সেখানে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।


কী বলছে আবহাওয়ার পূর্বাভাস ?


আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। আজ ও কাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিম থেকে উত্তরবঙ্গের ওপর দিয়ে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এটি বিহার ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাওয়ায়, দুই পড়শি রাজ্য থেকে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলেই রাজ্যে এই হাওয়া বদল। বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তারপর ফের মুড বদলাবে আবহাওয়া। 


আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে ছত্তীসগঢ়ের উত্তর অংশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তারই প্রভাবে রবি এবং সোমবার বৃষ্টিতে ভিজবে বাংলার উত্তর এবং দক্ষিণ অংশ। 


আরও পড়ুন ; দুপুর গড়াতেই ঝড়, সঙ্গী শিলাবৃষ্টি, উল্টে পড়ল গাছ


এই দুই দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে অন্য জেলাগুলিতেও। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে।


এর পাশাপাশি, রবিবার দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা এবং ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন ; শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?