Hooghly Weather Update: গতকাল হুগলি জেলায় 'সিত্রাং'-এর প্রভাবে বৃষ্টি হলেও আজ সকাল থেকে রোদঝলমলে আবহাওয়া রয়েছে হুগলি জেলায় (Hooghly Weather Today)। গতকালের তুলনায় হাওয়ার গতিবেগ কিছুটা কমলেও আজও সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় বেশি গতিতে হাওয়া বইছে (Hooghly Weather Update)। আজ দিনের বেলায় দক্ষিণবঙ্গের এই জেলায় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ কিলোমিটার (Hooghly Weather Forecast)। আর রাতের দিকেও হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। হুগলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে এবং রোদঝলমলে আবহাওয়া থাকবে হুগলিতে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ। 


সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ৩৭ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ০৪ মিনিটে।


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।


ঘূর্ণিঝড় ‘সিত্রাং’


বাংলাদেশে ল্যান্ডফলের পরেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফলের পর আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। যদিও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা।


গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে। প্রবল ঝড় ও বৃষ্টিতে বরগুনা, নড়াইল, সিরাজগঞ্জ ও ভোলা জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল থেকেই আকাশের মুখভার। দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও তরাই-ডুয়ার্সে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 


আরও পড়ুন- দক্ষিণবঙ্গে কেটেছে দুর্যোগ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?