Gaming Smartphone: গেম খেলার ক্ষেত্রে গেমারদের প্রথম পছন্দের ডিভাইস হল স্মার্টফোন। ডেস্কটপ বা ল্যাপটপে গেম খেলার থেকেও গেমিং ফোনে (Gaming Phone) গেম খেলতেই পছন্দ করেন গেমারদের একটা বড় অংশ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গেমিং ফোন মানেই আকাশছোঁয়া দাম। কিন্তু জুলাই মাসে ভারতে এমন কয়েকটি গেমিং ফোন (Gaming Smartphone) লঞ্চ হয়েছে যার দাম ২০ হাজার টাকার মধ্যে। এমনিতে ফোনের দাম ২০ হাজার (Gaming Phone Under 20,000) হলে তা যথেষ্ট বেশিই মনে হয়। কিন্তু গেমিং ফোনের ক্ষেত্রে ২০ হাজার টাকার কমে ফোন পাওয়ার অর্থ হল গ্রাহক লাভবান হয়েছেন। এবার দেখে নেওয়া যাক ভারতে জুলাই মাসে ২০ হাজার টাকার কমে কোন কোন গেমিং ফোন লঞ্চ হয়েছে।


ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট- ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ২০ হার্টজ। এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১২ এবং অক্সিজেন ওএস ১২.১ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হয় ওয়ানপ্লাসের এই ৫জি ফোন। 


পোকো এক্স৪ প্রো ৫জি- এই ফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তার উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৯৫ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। 


স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি- স্যামসাংয়ের এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপর রয়েছে গোরিলা গ্লাস ৫। স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর Exynos 1280 রয়েছে এই ফোনে। দুটো র‍্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ফোন। এছাড়াও এই ৫জি ফোনে রয়েছে ১৬ জিবি ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট। 


রিয়েলমি ৯- এই ৪জি ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপর রয়েছে গোরলা গ্লাস৫ প্রোটেকশন। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন৬৮০ প্রসেসর। ভারতে রিয়েলমি ৯ ৪জি ফোন লঞ্চ হয়েছিল৬ জিবি র‍্যাম ও ২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে।


আইকিউওও জেড ৫- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টহ। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছিল। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- শাওমির ভারতীয় ওয়েবসাইটে রেডমি ১০ ২০২২ ফোনের নাম, দ্রুত লঞ্চের সম্ভাবনা