মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর বসতে আর মাস তিনেক মতো সময় রয়েছে। তার আগেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।


বিশ্বকাপের আগেই সিরিজ


বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। এই সিরিজের পরে উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত (Indian Cricket Team)। তারপর রয়েছে জিম্বাবোয়ে সফর। ব্যস্ত সূচির মধ্যেও সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দুই সপ্তাহ কিছুটা খালি রয়েছে ভারতীয় দলের। সেই সময়েই অজি ও প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত। রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালি, নাগপুর এবং হায়দরাবাদে যথাক্রমে ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।


এরপরে প্রায় সঙ্গে সঙ্গেই ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। অজিদের মতো প্রোটিয়াদের বিরুদ্ধেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে। তিরুঅনন্তপুরমে ২৮ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি, গুয়াহাটিতে ১ অক্টোবর দ্বিতীয় এবং ইন্দোরে ৩ অক্টোবর তৃতীয় ম্যাচ খেলা হবে। এখানেই শেষ নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারতীয় দল। 


এক সময়ে দুই দল


৬, ৯ ও ১১ অক্টোবর যথাক্রমে রাঁচি, লখনউ এবং দিল্লিতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের লাগোয়া সময়ে ওয়ান ডে খেলার কি তেমন কোনও মানে আছে? এক বিসিসিআই আধিকারিক জানান আসলে এই সিরিজটা ২০২০ সালে বাতিল হয়ে যাওয়া সিরিজের পরিবর্ত হিসাবে খেলা হচ্ছে। জয় শাহর অতীতের বক্তব্য মনে করিয়ে দিয়ে তিনি জানান, সবসময়ই দুইটি দল তৈরি রাখবে ভারতীয় বোর্ড। তাই ওয়ান ডে সিরিজের সময় এক দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া উড়ে গেলেও, আরেক দল খেলবে এই সিরিজ।


প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী প্রোটিয়াদের বিরুদ্ধে ওই শেষ ওয়ান ডে নাকি ইডেন গার্ডেন্সের হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় যেহেতু কলকাতায় পুজোর মরসুম চলবে, তাই পর্যান্ত পুলিশ মোতায়েন করা সরকারের পক্ষে সম্ভব হবে না। সেই কারণেই ইডেনের বদলে দিল্লিতে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।i


আরও পড়ুন: ঝোড়ো শুরুর পরেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০৮/৭ স্কোরে আটকে গেল ভারত