বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩৩ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ১৯ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- রোদ ঝলমলে আকাশ


বাতাস- ৮ কিমি/ঘণ্টা


আর্দ্রতা - ৩৬ শতাংশ


সূর্যোদয়- সকাল ৬টা ০৮ মিনিট


সূর্যাস্ত- ৫টা ৩৬ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ২১ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।


বঙ্গের আবহাওয়া-


বসন্তের শুরুতেই বৃষ্টিতে (Rain Update) ভিজল কলকাতা (Kolkata)। ওড়িশা-ছত্তিশগড়ের উপর তৈরি ঘূর্ণাবর্তের জেরে শনিবার মেঘলা আকাশে ছেয়ে যায় তিলোত্তমার আকাশ। শহরের কিছু কিছু জায়গায় মুষল ধারায় বৃষ্টি হয়। কার্যত কিছুক্ষণের জন্য আটকে পড়ে শহরবাসী। মুহূর্তের মধ্যে পাল্টেও যায় আবহাওয়া। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টিতে শীত (Winter) ফেরার সম্ভাবনা নেই। আজ, রবিবার থেকেই পরিষ্কার হবে আকাশ, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। 


ফেব্রুয়ারিতেই (February) বিদায়ের পথে শীত (Winter)। রাতে (Night) ও ভোরে শীতের (Winter) পরশ থাকলেও ফাল্গুনের শুরুতে আরও কিছুটা বেড়ে গেছে তাপমাত্রা (Temperature)। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। গতকাল ঊর্ধ্বমুখী ছিল পারদ। হু হু করে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা।


গতকাল স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়ে তাপমাত্রা। দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পায় অনেকটাই। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বাধিক আর্দ্রতা থেকেছে ৯৪ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।


আরও পড়ুন ; বসন্তের শুরুতেই বৃষ্টি ভেজা কলকাতা, ফিরবে শীত?