সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের (Winter) আমেজ সত্ত্বেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা।  তবে এখনও কলকাতায় (Kolkata) তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office ) সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে।  তবে সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office ) জানিয়েছে, আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ক্রমশ তা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে। তবে বজায় থাকবে শীতের আমেজ। রবিবার বেশ কিছুটা নামে পারদ। হঠাৎই কাঁপুনি ধরায় কলকাতার শীত। সরস্বতী পুজোর আবহেই ঠান্ডার প্রত্যাবর্তন ঘটে। একধাক্কায় দু’ দিনে ৬ ডিগ্রি নামল পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সেই ধারাই বজায় রয়েছে এখনও অবধি। 

https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে 

 
দিন Min Max Text
08-Feb ১৫.০ ২৪.০ পরিষ্কার আকাশ 
09-Feb ১৬.০ ২৬.০ পরিষ্কার আকাশ 
10-Feb ১৭.০  ২৬.০ মেঘলা আকাশ 
11--Feb  ১৭.০  ২৬.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
12--Feb ১৬.০ ২৫.০ কুয়াশাচ্ছন্ন আকাশ, পরে পরিষ্কার

আরও পড়ুন: WHO Chief: বিশ্বে কতদিন থাকবে এই কোভিড যন্ত্রণা? জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান